BJP: ৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক, সুকান্ত! ২০২৬ বিধানসভা ভোটের আগে বিজেপিতে নয়া চমক? জল্পনা তুঙ্গে

Last Updated:

BJP: দিল্লিতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির শেষ তিন সভাপতি। পরপর দিল্লি হাজির হয়েছেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ।

৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক , সুকান্ত। কি আলোচনা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে?
৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক , সুকান্ত। কি আলোচনা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে?
নয়াদিল্লিঃ দিল্লিতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির শেষ তিন সভাপতি। পরপর দিল্লি হাজির হয়েছেন দিলীপ ঘোষ, শমীক ভট্টাচার্য ও সুকান্ত মজুমদার। বুধবার সকালেই দিল্লি গিয়েছেন দিলীপ। তিনি জানিয়েছেন, যাওয়ার টিকিট কাটলেও ফেরার টিকিট কাটেননি তিনি। তাঁর পৌঁছনোর ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লি গেলেন বর্তমান তথা একাদশ সভাপতি শমীক ভট্টাচার্য।
আরও পড়ুনঃ গঙ্গায় ছুটছে ‘ঢেউ’! শহরের নতুন আকর্ষণ জলে ‘ইলেকট্রিক মেট্রো’, কোথায় গেলে চড়তে পারবেন? খরচ কত? সব জেনে নিন
বৃহস্পতিবার রাতে দিল্লি পৌঁছেছেন দশম সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে ও সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সংগঠন শিব প্রকাশের সঙ্গে দেখা করছেন দিলীপ। বিজেপির একটি সূত্রের দাবি, কেন্দ্রীয় স্তরে দায়িত্ব পেতে পারেন দিলীপ ঘোষ। যদিও এর আগে ২০২২ সালে সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন দিলীপ ঘোষ। সুতরাং সেই জায়গায় কোনও কেন্দ্রীয় দায়িত্বে বহাল করা হতে পারে তাঁকে। শোনা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কোনও পড়শি রাজ্যে দলীয় কাজের সঙ্গে যুক্ত করা হবে বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতিকে।
advertisement
বিজেপি সূত্রে খবর পড়শী রাজ্যের নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে দিলীপ ঘোষকে। সেই কাজের সুবাদে রাজ্য সংগঠনে অনেকটা উপদেষ্টার মতো কাজও করতে পারেন দিলীপ। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন নয়া সভাপতি শমীক ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন বঙ্গ বিজেপির নয়া সভাপতি।
advertisement
advertisement
সূত্রের খবর, এখনও বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠন হয়নি। সেই কমিটি গঠন নিয়ে দিল্লি সফরে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হতে পারে শমীকের। বিজেপি রাজ্য নেতৃত্বের অনেকের মতে আগামী নির্বাচনে কাকে কীভাবে কাজে লাগানো হবে, কোন নেতাকে কোন কমিটিতে নেওয়া হবে, সেই বিষয়ে দিল্লিতে থাকা তিন বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে আলোচনা সারতে পারেন পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে, আগামী দিনে বঙ্গ বিজেপিতে আর কী কী পরিবর্তন আসে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।
বাংলা খবর/ খবর/দেশ/
BJP: ৪৮ ঘণ্টার ব্যবধানে দিল্লিতে হাজির দিলীপ, শমীক, সুকান্ত! ২০২৬ বিধানসভা ভোটের আগে বিজেপিতে নয়া চমক? জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
Dakshineswar Metro Murder Update: শ্যামবাজারে গন্ডগোলের শুরু, দক্ষিণেশ্বরে নেমে খুন! মেট্রো স্টেশন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত ছাত্র
শ্যামবাজারে গন্ডগোলের শুরু, দক্ষিণেশ্বরে নেমে খুন! মেট্রো স্টেশন কাণ্ডে ধৃত অভিযুক্ত ছাত্র
  • দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুলছাত্র খুন৷

  • সহপাঠীকে কুপিয়ে খুন করল তারই সহপাঠী৷

  • হাওড়া স্টেশন থেকে গ্রেফতার অভিযুক্ত৷

VIEW MORE
advertisement
advertisement