Giriraj Singh on West Bengal: ‘বিহার তো আমাদের, এবার বাংলার পালা,’ NDA জয়ের দিকে এগোতেই বঙ্গ নিয়ে বড় দাবি মন্ত্রী গিরিরাজের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, ‘‘যাঁরা এখনকার বিহারকে চেনেন, তাঁরা জানেন বিহার আর ‘জঙ্গল রাজ’ চায় না৷ বিহারের মানুষ আর অরাজকতা পছন্দ করেন না, না তাঁরা চান কোনও দুর্নীতিগ্রস্ত নেতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে৷’’
নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস মিলিয়ে দিয়ে বিহারে রীতিমতো আরাম করে, ধীরে সুস্থে ক্ষমতায় ফেরার দিকে ইঙ্গিত দিচ্ছে নীতীশ-মোদির এনডিএ জোট৷ আর ধীরে ধীরে বেলা যত গড়াচ্ছে ততই কমছে বিরোধী মহাগঠবন্ধন জোটের আসন সংখ্যা৷ বিহারের এমন পরিস্থিতির মাঝেই হঠাৎ বাংলা নিয়ে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ৷ জানিয়ে দিলেন, বিহার তো হল, এবার তাঁদের ‘নেক্সট টার্গেট’ বেঙ্গল৷ প্রসঙ্গত, ২০২৬ সালেই পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন৷
এদিন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, ‘‘যাঁরা এখনকার বিহারকে চেনেন, তাঁরা জানেন বিহার আর ‘জঙ্গল রাজ’ চায় না৷ বিহারের মানুষ আর অরাজকতা পছন্দ করেন না, না তাঁরা চান কোনও দুর্নীতিগ্রস্ত নেতার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে৷’’
advertisement
advertisement
এরপরেই বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ দাবি করেন, ‘‘আমি ভোটের প্রথম দিন থেকে বলছি এনডিএ সরকার গড়বে এবং এখন প্রাথমিক ট্রেন্ডও তাই দেখা যাচ্ছে৷ রেজাল্ট সবাই দেখতে পাবে৷ আমি বলে দিচ্ছি, বিহারের জয় আমাদের৷ এবার বাংলার পালা৷’’
advertisement
বর্তমানে ১৯০ টি আসনে এগিয়ে রয়েছে এনডিএ জোট৷ আর ৫০টিতে আটকে তেজস্বী-রাহুলদের মহাগঠবন্ধন৷ অন্যান্যরা এগিয়ে ৪টিতে৷ এর মধ্যে বিজেপি এগিয়ে ৮৬, জেডি(ইউ) ৭৬, চিরাগ পাসোয়ানের দল এগিয়ে ২১টিতে৷ অন্যদিকে, আরজেডি এগিয়ে ৩৪টি আসনে, কংগ্রেস ৮টিতে এবং সিপিআইএমএল ৫টিতে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
November 14, 2025 11:46 AM IST

