Bihar Election Results 2025: ৫০০ কিলো লাড্ডু, ৫ লাখ রসগোল্লা! আত্মবিশ্বাসে টইটম্বুর NDA, চলছে বিরাট প্রস্তুতি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিজেপি কর্মীরা জানাচ্ছেন, কুনজর এড়াতে তাঁরা লেবু-লঙ্কা ঝুলিয়ে দিয়েছেন৷ আর ডায়াবেটিক কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে লাড্ডুতে দেওয়া হয়েছে কম মিষ্টি৷
পটনা: বিহারে আজ বিগ ডে৷ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটগণনা৷ ইতিমধ্যেই ১১টা বুথফেরত সমীক্ষা আভাস দিয়ে দিয়েছে পটনার মসনদে ফিরছেন সেই নীতীশই৷ ভোটগণনার আগে তাই আত্মবিশ্বাসে টইটম্বুর এনডিএ শিবির৷ ইতিমধ্যেই বিহার বিজেপি নাকি বিজয় উৎসব উদযাপনের বিরাট আয়োজনকরে ফেলেছে৷ জানা গিয়েছে, বিহার রাজ্য বিজেপির কমিটির সদস্য কৃষ্ণা সিং কাল্লু ইতিমধ্যেই ৫০০ কিলোগ্রাম লাড্ডুর অর্ডার দিয়ে দিয়েছেন৷ যা তৈরি হচ্ছে নীতীশ এবং মোদির ছবিওয়ালা বিরাট পাত্রে৷
বিজেপি কর্মীরা জানাচ্ছেন, কুনজর এড়াতে তাঁরা লেবু-লঙ্কা ঝুলিয়ে দিয়েছেন৷ আর ডায়াবেটিক কর্মী সমর্থকদের কথা মাথায় রেখে লাড্ডুতে দেওয়া হয়েছে কম মিষ্টি৷ বিহার রাজ্য বিজেপির অফিসে শুরু হয়ে গিয়েছে গরম গরম জিলিপি আর ছাতুর পরোটা বানানো৷
advertisement
advertisement
কল্লু জানান, ‘‘বিহারের মানুষ এবং দলের কর্মীদের নিরলস পরিশ্রমের ফসল হচ্ছে বুথফেরত সমীক্ষার এই ফলাফল৷ এবার আবারও বিহারে সরকার গড়বে এনডিএ৷’’
VIDEO | Delhi: Bihar Assembly Election counting day -visuals from the BJP state headquarters where jalebi and sattu paratha preparations are underway as the party gears up for results.
A festive mood builds as workers express confidence in the NDA’s performance.… pic.twitter.com/sHs94q9Bhg
— Press Trust of India (@PTI_News) November 14, 2025
advertisement
বর্তমানে দুলারচাঁদ খুনের মামলায় জেলে বন্দি জেডি(ইউ) নেতা অনন্ত সিং৷ মোকামা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি৷ প্রাথমিক ট্রেন্ডে এগিযেও রয়েছেন৷
এর পাশাপাশি, উৎসবের অন্য মাত্রা যোগ করেছে অনন্ত সিং এর পরিবারের বিশেষ ঘোষণা৷ অনন্ত সিং-এর পরিবারের তরফে খাওয়ানো হবে ৫০ হাজার মানুষকে৷ নেতার স্ত্রী নীলমের বাড়িতে জোরকদমে চলছে প্রস্তুতি৷ বিরাট আয়োজন সামলাতে ব্যস্ত কর্মী-সমর্থকেরা৷ উৎসব উপলক্ষে ৫ লাখ রসগোল্লা এবং গুলাব জামুন তৈরি করতে দিয়েছেন তাঁরা৷
advertisement
কয়েকটি কেন্দ্রে জোর টক্করের ভবিষ্যৎবাণী থাকলেও জয়ের জোয়ারেই ভাসছে এনডিএ শিবির৷ কর্মীদেরও নিমন্ত্রণ পাঠানো হচ্ছে৷ আমন্ত্রণ পত্রে লেখা রয়েছে, ‘‘আমরা আপনাদের স্বাগত জানানোর জন্য অধীর অপেক্ষা করছি৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
November 14, 2025 9:00 AM IST

