Delhi Blast Update: মধ্যরাতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল উমর নবির পুলওয়ামার বাড়ি, এলাকা ঘিরে ফেলল সেনা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ছোট থেকে মেধাবী, পেশায় চিকিৎসক ব্যক্তিগত ভাবে ভদ্র, শান্ত, অন্তর্মুখী হিসাবেই পারিবারিক মহলে সুপরিচিত ছিল৷ কিন্তু, গত ২ বছরে সে উগ্রপন্থার সঙ্গে জড়িয়ে পড়ে বলে জানা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল সে৷ ঘটনার দিন সকালেই বিস্ফোরণের আগে ওই বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছিলতার বাকি শাগরেদর৷ উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক৷
জম্মু ও কাশ্মীর: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণের গাড়ি চালক তথা অন্যতম মূলচক্রী ডা. উমর নবির বাড়ি৷ পিটিআই সূত্রের খবর, বৃহস্পতিবার ও শুক্রবার রাতের মাঝখানে তার পুলওয়ামার কোলি গ্রামের বাড়িতে এই অভিযান চালানো হয়৷ নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, উমরের বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের পর পরই অ্যাকশন শুরু হয়৷ তারপরেই নিয়ন্ত্রিত বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় উমরের গ্রামের বাড়ি৷ তারপর গোটা এলাকা ঘিরে ফেলে সেনা৷
গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের সামনে বিস্ফোরণের ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে৷ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভেঙে যায় মেট্রো স্টেশনের কাচ৷ ক্ষতিগ্রস্ত হয় ওই Hyundai i20 গাড়ির আশপাশে থাকা একাধিক গাড়ি৷
সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছে, বিস্ফোরক বোঝাই Hyundai i20 গাড়ির স্টিয়ারিংয়ের পিছনে দেখা গিয়েছে উমর নবিকে৷
advertisement
advertisement
উমরের মায়েরা ডিএনএ নমুনার সঙ্গে i20 গাড়ি থেকে পাওয়ার দেহাংশের ডিএনএ -এর ১০০ শতাংশ মিল পাওয়ার গিয়েছে বলে গত বৃহস্পতিবার জানিয়েছেন তদন্তকারীরা৷
ছোট থেকে মেধাবী, পেশায় চিকিৎসক ব্যক্তিগত ভাবে ভদ্র, শান্ত, অন্তর্মুখী হিসাবেই পারিবারিক মহলে সুপরিচিত ছিল৷ কিন্তু, গত ২ বছরে সে উগ্রপন্থার সঙ্গে জড়িয়ে পড়ে বলে জানা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিল সে৷ ঘটনার দিন সকালেই বিস্ফোরণের আগে ওই বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার করা হয়েছিলতার বাকি শাগরেদর৷ উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ বিস্ফোরক৷
advertisement
বিস্ফোরণের আগে দিল্লির প্রায় ১২টা জায়গায় বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঘুরতে দেখা গিয়েছিল উমরকে৷ একটা ফুটেজে দেখা গিয়েছে রেড ফোর্টের কাছে সুনেহরি মসজিদের পার্কিং লটে প্রায় ৩ ঘণ্টা গাড়িতে অপেক্ষা করেছিল সে৷ বিস্ফোরণ ঘটানোর ২৪ মিনিট আগে সেখান থেকে বেরিয়ে যায়৷
advertisement
চিকিৎসকদের এই ‘হোয়াইট কলার’ টেরর মডিউলের মূল সদস্য উমর নবি৷ উমর জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কোলি গ্রামের বাসিন্দা ছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jammu and Kashmir
First Published :
November 14, 2025 9:42 AM IST
