Jammu Kashmir BJP Candidate List: প্রার্থীতালিকা প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার! নির্বাচনের আগে অসন্তোষ বিজেপি শিবিরে?
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
সোমবার সকালে প্রথম দফার প্রার্থী তালিকায় ৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। এই তালিকায় তিনজন কাশ্মীরি পন্ডিত-সহ ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস-সহ একাধিক দল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নাম ছিল। ছিল বেশ কয়েকজন মুসলিম নেতার নামও।
জম্মু কাশ্মীর: জম্মু-কাশ্মীরের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে তা প্রত্যাহার করে নিল বিজেপি। বিজেপি সদর দফতর সূত্রে খবর, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নতুন প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সোমবার সকালে প্রথম দফার প্রার্থী তালিকায় ৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি।
এই তালিকায় তিনজন কাশ্মীরি পন্ডিত-সহ ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস-সহ একাধিক দল থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নাম ছিল। ছিল বেশ কয়েকজন মুসলিম নেতার নামও।
advertisement
আগে তালিকায় নাম ছিল না জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়নার এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী নির্মল সিং এবং কোবিন্দর গুপ্তর। সূত্রের খবর, তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে জম্মু-কাশ্মীর বিজেপির অন্দরে তীব্র অসন্তোষ দেখা দেয়। তার জেরেই তালিকা প্রকাশ করে তা প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্রীয় নেতৃত্ব।
advertisement
গতকাল রাতে দিল্লিতে বিজেপি সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে প্রত্যাহার হওয়া তালিকায় সীলমোহর পড়েছিল। প্রসঙ্গত ১৮ সেপ্টেম্বর থেকে প্রথম দফার নির্বাচন শুরু জম্মু-কাশ্মীরে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 26, 2024 1:28 PM IST