Sonia Gandhi: "দলে শিগগিরই পরিবর্তন দরকার": কংগ্রেসের চিন্তন শিবিরে মত সনিয়া গান্ধির

Last Updated:

Congress Chintan Shivir in Udaypur: “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’-এর কথা বলেন... কিন্তু আসলে এর অর্থ সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ," বলেন সনিয়া

Sonia Gandhi in Udaypur
Sonia Gandhi in Udaypur
#উদয়পুর: সংগঠনে জোরালো পরিবর্তন দরকার। ফের বহুল চর্চিত বিষয়কেই সামনে তুলে আনলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। নির্বাচনী পরাজয়ের পর শুক্রবার থেকে তিন দিনের ‘চিন্তন শিবির’-এর আয়োজন করেছে কংগ্রেস। সেই সভাতেই সনিয়া জানান সংগঠনে পরিবর্তন করা এখন সময়ের প্রয়োজন এবং “আমাদের কাজের পদ্ধতি পরিবর্তন করতে হবে” বলেও মনে করেন প্রবীণ এই নেত্রী। কংগ্রেস সুপ্রিমো সনিয়া তাঁর শুরুর বক্তব্যেই বিজেপির বিরুদ্ধে ‘সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্ঠুরতা এবং মহাত্মা গান্ধির খুনিদের মহিমান্বিত করার” অভিযোগ আনেন। যখন তাঁর বার্তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখনই ‘বাকপটু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’ নীরব ছিলেন, বলেন সনিয়া।
সনিয়া গান্ধি বলেন, “সংগঠনে পরিবর্তন এখন সময়ের প্রয়োজন। আমাদের কাজের ধরনও পরিবর্তন করতে হবে। আমি শিবিরে প্রকাশ্যে মতামত প্রকাশ করার জন্য পার্টিকর্মীদের আহ্বান জানাই, তবে শক্তিশালী দল এবং ঐক্যের বার্তা দিতে হবে দেশকে।” সনিয়া গান্ধি, রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢরা সহ ৪০০ জনেরও বেশি দলীয় নেতারা রাজস্থানের উদয়পুরে আগামী কয়েকদিন ধরে চলা এই আলোচনায় অংশ নেবেন।
advertisement
advertisement
সনিয়া বলেন, “আমাদের সংগঠনকে ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার ঊর্ধ্বে রাখতে হবে। দল আমাদের অনেক কিছু দিয়েছে এবং এখন তা শোধ করার সময় এসেছে।” ক্ষমতাসীন বিজেপির তীব্র নিন্দা করে তিনি সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ এনেছেন গেরুয়া দলের বিরুদ্ধে। শুধু তাই নয়, সংখ্যালঘুদের নিশানা করার অভিযোগও এনেছেন কংগ্রেস সভাপতি।
advertisement
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তার দল ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন’-এর কথা বলেন... কিন্তু আসলে এর অর্থ সংখ্যালঘুদের উপর ক্রমাগত আক্রমণ। এর অর্থ হল ইতিহাস পুনর্লিখনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা,” বলেন কংগ্রেস সভাপতি সনিয়া।
“এর অর্থ হল মহাত্মা গান্ধির খুনিদের মহিমান্বিত করা এবং জওহরলাল নেহরুর মতো নেতাদের কাজকে ইতিহাস থেকে মুছে ফেলা। এর অর্থ গণতন্ত্রকে দুর্বল করা, এর অর্থ হল বিভেদমূলক কৌশল এবং যখন তাঁর বার্তার স্পর্শ সবচেয়ে বেশি প্রয়োজন তখনই আমাদের বাকপটু প্রধানমন্ত্রী নীরব। এর অর্থ সমাজকে বিভক্ত করা এবং আমাদের প্রাচীন বহুত্ব ও ঐক্যকে দুর্বল করা,” বলেন সনিয়া।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi: "দলে শিগগিরই পরিবর্তন দরকার": কংগ্রেসের চিন্তন শিবিরে মত সনিয়া গান্ধির
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement