Assembly Elections 2023: বিক্ষিপ্ত হিংসায় মধ্যপ্রদেশে ভোট পড়ল ৭১%, শেষবেলায় রক্তাক্ত ছত্তিশগড়ে ভোট ৬৮%
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Assembly Elections 2023: বিস্ফোরণে এক আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। ওই জওয়ান ভোটকর্মীদের নিরাপত্তা দিচ্ছিলেন
ভোপাল: বিকাল ৫টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭১.১৬ শতাংশ। অন্যদিকে, ছত্তিশগড়ে ভোট পড়েছে ৬৮.১৫ শতাংশ। মধ্যপ্রদেশে একদফায় ২৩০টি বিধানসভা আসনে এদিন ভোটগ্রহণ চলছে। ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় মোট ৭০টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের একবারে শেষ পর্যায়ে ছত্তিশগড়ের গাড়িয়াবন্দ জেলায় আইইডি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এক আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। ওই জওয়ান ভোটকর্মীদের নিরাপত্তা দিচ্ছিলেন। সেই সময়ে বিস্ফোরণ হয়।
অন্যদিকে, মধ্যপ্রদেশের মোরেনা জেলার দিমানি বিধানসভা কেন্দ্র সবথেকে বেশি উত্তপ্ত হয়েছে এদিন। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই আসনের প্রার্থী। এদিন দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোঁড়াছুড়ি হয়। ইতিমধ্যে বেশ কিছু ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে দুই গোষ্ঠীর সমর্থকরা একে অপরের উদ্দেশ্যে পাথর ছুঁড়ছেন। দিমানি বিধানসভার ১৪৮ নম্বর বুথে এদিন অশান্তি শুরু হয়। পরে বিপুল সংখ্যক পুলিশ সেই এলাকায় পৌঁছায়। পরিস্থিতি আপাতত থমথমে রয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, হেভিওয়েট এই আসন প্রথম থেকেই নজরে রয়েছে। কারণ, খোদ কেন্দ্রীয় মন্ত্রী এই বিধানসভার প্রার্থী। এদিন সংঘর্ষের ঘটনা নিয়ে পুলিশ পরে জানায়, সংঘর্ষের খবর পাওয়ার পরেই পুলিশ সেখানে পৌঁছায়। একজন আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
advertisement
অন্যদিকে, ছত্তিশগড়ে ৭০টি কেন্দ্রে ভোট চলছে। প্রথম দফায় একাধিক মাও হামলা খবর সামনে এসেছিল। দ্বিতীয় দফাতেও রক্তাক্ত হল ছত্তিশগড়। বুথে বুথে কড়া নিরাপত্তা রয়েছে। মাও অধ্যুষিত এলাকাগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 7:11 PM IST