Advocate General Resignation: পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন আগেই! আজ রাজভবনে রাজ্যপাল সাক্ষাতে অ্যাডভোকেট জেনারেল
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Advocate General Resignation: গত ৯ নভেম্বর রাজ্যপালকে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
কলকাতা: গত ৯ নভেম্বর রাজ্যপালকে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। কী কারণে পদত্যাগ তা জানতে রাজ্যপাল সিভি আনন্দ বোস ডেকে পাঠান অ্যাডভোকেট জেনারেলকে। সেই মতো আজ রাজভবনে পৌঁছন সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
এখনও পর্যন্ত রাজ্যপাল পদত্যাগ পত্র গ্রহণ করেনি অ্যাডভোকেট জেনারেলের। অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে মুখোমুখি কথা বলতে চান রাজ্যপাল। কিন্তু তিনি বিদেশে থাকায় কলকাতায় ফেরার পর পরই তাঁর সঙ্গে দেখা করতে চাইলেন রাজ্যপাল।
advertisement
advertisement
রাজ্যপালকে সামনাসামনি এসেই নিজের পদত্যাগ পত্র দিতে এলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রানাথ মুখোপাধ্যায়।গত ৯ তারিখ তিনি ই-মেইল মারফত পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন। এবার তিনি স্বশরীরে এসে রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র দিলেন বলেই রাজভবন সূত্রে খবর। সে সময় বিদেশে থাকার জন্য পদত্যাগ পত্র ই-মেল মারফত পাঠিয়েছিলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 3:46 PM IST