Narendra Modi in Brigade: ডিসেম্বরে ব্রিগেডে বিরাট সমাবেশ! আসবেন নরেন্দ্র মোদি? হবে লক্ষ কন্ঠে গীতা পাঠ

Last Updated:

Narendra Modi in Brigade: আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক 'অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’।

ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদি?
ব্রিগেডে আসছেন নরেন্দ্র মোদি?
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ব্রিগেডে প্রধানমন্ত্রী! আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের ধর্মীয় অনুষ্ঠান ব্রিগেডে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সম্ভাবনা কলকাতায়। মঠ ও মন্দিরের মহারাজদের নিয়ে দিল্লিতে রওনা দিলেন সুকান্ত মজুমদার। আজ, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকরা।
আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও লক্ষ কন্ঠে গীতা পাঠের ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে আয়োজকদের তরফে। লাখো কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, ‘আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষ্যে ৩ ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান ৫টি অধ্যায় পাঠ করা হবে। অন্তত ১ লাখ সমবেত কন্ঠে গীতা পাঠ হবে।’
advertisement
advertisement
ব্রিগেড দেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ। এবার সেই এই ব্রিগেডেই ধর্মীয় সমাবেশ উপলক্ষে চলছে জোর কদমে প্রস্তুতি। একদিকে যখন জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ঘটা করে, তখনই তার ঠিক আগেই কলকাতায় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বঙ্গ পদ্ম শিবিরও হিন্দুত্ববাদী আবহ তৈরি করতে চাইছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
advertisement
এদিকে বঙ্গ বিজেপির সমস্ত স্তরের নেতারা আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোর প্রচার শুরু করে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Narendra Modi in Brigade: ডিসেম্বরে ব্রিগেডে বিরাট সমাবেশ! আসবেন নরেন্দ্র মোদি? হবে লক্ষ কন্ঠে গীতা পাঠ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement