Narendra Modi in Brigade: ডিসেম্বরে ব্রিগেডে বিরাট সমাবেশ! আসবেন নরেন্দ্র মোদি? হবে লক্ষ কন্ঠে গীতা পাঠ
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Narendra Modi in Brigade: আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক 'অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ব্রিগেডে প্রধানমন্ত্রী! আগামী ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতাপাঠের ধর্মীয় অনুষ্ঠান ব্রিগেডে। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার সম্ভাবনা কলকাতায়। মঠ ও মন্দিরের মহারাজদের নিয়ে দিল্লিতে রওনা দিলেন সুকান্ত মজুমদার। আজ, শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকরা।
আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও লক্ষ কন্ঠে গীতা পাঠের ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে আয়োজকদের তরফে। লাখো কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তাদের তরফে জানা গিয়েছে, ‘আগামী ২৪ ডিসেম্বর গীতা জয়ন্তী উপলক্ষ্যে ৩ ঘণ্টার এই অনুষ্ঠানে গীতার প্রধান ৫টি অধ্যায় পাঠ করা হবে। অন্তত ১ লাখ সমবেত কন্ঠে গীতা পাঠ হবে।’
advertisement
advertisement
ব্রিগেড দেখেছে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ। এবার সেই এই ব্রিগেডেই ধর্মীয় সমাবেশ উপলক্ষে চলছে জোর কদমে প্রস্তুতি। একদিকে যখন জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে ঘটা করে, তখনই তার ঠিক আগেই কলকাতায় চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বঙ্গ পদ্ম শিবিরও হিন্দুত্ববাদী আবহ তৈরি করতে চাইছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।
advertisement
এদিকে বঙ্গ বিজেপির সমস্ত স্তরের নেতারা আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতা পাঠের অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোর প্রচার শুরু করে দিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 12:03 PM IST

