সেনার গাড়ি রাস্তা থেকে পিছলে পড়ল খাদে! লাদাখে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত অন্তত ৯ জন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ladakh accident: লাদাখে সেনার গাড়ি দুর্ঘটনার কবলে। মৃত অন্তত ৯ জন সেনা।
নয়াদিল্লি: লাদাখের লেহ-তে ভারতীয় সেনা জওয়ানদের একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে পড়েছে বলে খবর। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় কমপক্ষে ৯ জন সেনা নিহত হয়েছে বলে জানা যাচ্ছে।
শহিদ জওয়ানদের মধ্যে ২ জন জেসিও এবং ৭ জন সেনাবাহিনীর জওয়ান রয়েছেন। শনিবার সন্ধ্যায় পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর অনুযায়ী, শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ লেহর কিয়ারির নিওমা মোড়ের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ৯ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। একজন জওয়ান আহত হয়েছেন।
আরও পড়ুন- নৃশংস! যৌনসঙ্গমে রাজি না হওয়ায় প্রেমিকাকে স্ক্রুড্রাইভারের কোপ লিভ-ইন পার্টনারের
লাদাখে ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনার এক আধিকারিক বলেছেন, “৯ জন ভারতীয় সেনা ছিল সেই গাড়িতে। কিয়ারি শহর থেকে ৭ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। গাড়ি গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তিনি আরও জানান, সেনারা কারু গ্যারিসন থেকে লেহর কাছে কিয়ারির দিকে যাচ্ছিলেন।
advertisement
advertisement
ভারতীয় সেনার এক কর্মকর্তা বলেছেন, গাড়িটি লেহ থেকে নয়োমার দিকে একটি কনভয়ের অংশ হিসেবে যাচ্ছিল। কিয়ারির ৭ কিলোমিটার আগে গাড়িটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। ওই গাড়িতে ১০ জন সেনা কর্মী ছিলেন। তাঁদের মধ্যে নজন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়়ুন- ‘বাবা বলতেন, পৃথিবীর অন্যতম সুন্দর স্থান’, বাইকে প্যাংগং লেকে রাহুল গান্ধি
এই ভয়াবহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি ট্যুইট করেছেন, ‘লাদাখের লেহ-এর কাছে দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুতে আমি শোকাহত। দেশের প্রতি তাঁদের সেবা আমরা কখনই ভুলব না। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 10:57 PM IST