Crime News: নৃশংস! যৌন সঙ্গমে রাজি না হওয়ায় প্রেমিকাকে স্ক্রুড্রাইভারের কোপ লিভ-ইন পার্টনারের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Crime News: তারা বিবাহিত। বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসেবে সহবাস করত।
গুরগাঁও : সহবাস-সঙ্গীর নৃশংস আক্রমণে গুরুতর আহত এক তরুণী। এই ঘটনা হরিয়ানার গুরগাঁও-এর। স্থানীয় রাজীব চক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিবম কুমারকে। অভিযোগ, যৌন সঙ্গম করতে আপত্তি জানানোয় সে স্ক্রুড্রাইভার দিয়ে কুপিয়েছে প্রেমিকাকে। সদর পুলিশ থানায় তার বিরুদ্ধে এই মর্মে দায়ের করা হয়েছে এফআইআর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত শিবম এবং তার প্রেমিকা দু’জনেই আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। তারা বিবাহিত। বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসেবে সহবাস করত। কনৌজের বাসিন্দা ওই তরুণী পুলিশকে জানিয়েছেন তিনি স্বামীকে ছেড়ে গুরগাঁওয়ে ঘর ভাড়া করে থাকতেন প্রেমিকের সঙ্গে। গুরগাঁওয়েই তাঁদের আলাপ। তরুণীর অভিযোগ, তিনি যৌন সঙ্গমে অরাজি হওয়ায় শিবম স্ক্রুড্রাইভার দিয়ে তাঁর ঘাড়ে কোপ দেয়।
advertisement
advertisement
আহত তরুণীর কথায়, ‘‘লিভ ইন শুরু করার পরই বিয়ের প্রতিশ্রুতিতে শিবম আমার সঙ্গে যৌন সম্পর্ক শুরু করে। সম্প্রতি আমি জানতে পেরেছি যে শিবম বিবাহিত।’’ অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে জোর করে যৌন সঙ্গম করতে চান শিবম। এতে আপত্তি জানিয়ে তরুণী অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে ওঠে সে। রাগের চোটে স্ক্রুড্রাইভার দিয়ে আক্রমণ করে প্রেমিকাকে। তার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তরুণীকে হাসপাতালে ভর্তি করেন।
advertisement
শুক্রবার অভিযুক্ত শিবমকে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে আদালতে তোলা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 19, 2023 11:59 AM IST










