Rahul Gandhi: ‘বাবা বলতেন, পৃথিবীর অন্যতম সুন্দর স্থান’, বাইকে প্যাংগং লেকে রাহুল গান্ধি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: শুক্রবার প্রথমবারের জন্য লাদাখে পৌঁছন রাহুল গান্ধি৷ সেখানে, অর্থাৎ লেহ-তে তিনি ৫০০ জন যুব সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথাবার্তা বলেন৷
নয়াদিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বাইকে করে গেলেন লাদাখের প্যাংগং লেকে৷ আর সেই বাইক রাইডের ছবি তিনি শেয়ার করলেন ইনস্টাগ্রামে৷ প্যাংগং লেকে একটি পর্যটক ক্যাম্পে তিনি রাত কাটাবেন বলেও খবর মিলেছে৷
অগাস্ট মাসের ২০ তারিখে তিনি তাঁর বাবা রাজীব গান্ধির জন্মদিন পালন করবেন বলেও খবর৷ শুক্রবার প্রথমবারের জন্য লাদাখে পৌঁছন রাহুল গান্ধি৷ সেখানে, অর্থাৎ লেহ-তে তিনি ৫০০ জন যুব সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথাবার্তা বলেন৷ রাহুল এই ছবি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘প্যাংগং লেকের পথে, আমার বলতেন, এটি পৃথিবীর অন্যতম সুন্দর একটি স্থান৷’
advertisement
advertisement
কংগ্রেসের লেহ জেলার কংগ্রেসের মুখপাত্র ও বিরোধী দলনেতা সেরিং নমগয়্যাল বলেন, ‘কাশ্মীরের যুব সম্প্রদায়ের সঙ্গে এ দিন প্রায় ৪০ মিনিট কথা বলেন রাহুল গান্ধি৷’ বৃহস্পতিবার লেহ-তে এসে উপস্থিত হন রাহুল৷ এখানে দু’দিনের সফর করার কথা ছিল তাঁর৷ কিন্তু পরে কংগ্রেসের তরফ থেকে জানানো হয়, এই সফর আগামী ২৫ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে৷
advertisement
advertisement
উল্লেখ্য, কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর রাহুল গান্ধির এটিই প্রথম সফর৷ সামনেই কার্গিল হিল কাউন্সিলের ৩০ আসন বিশিষ্ট সভার নির্বাচন রয়েছে৷ এ ছাড়াও সামনের বছর রয়েছে লোকসবা নির্বাচন৷ কার্গিল হিল কাউন্সিলের নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স ইতিমধ্যে জোট করে লড়াই করার কথা ঘোষণা করেছে৷ আগামী ১০ সেপ্টেম্বর এই নির্বাচন রয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2023 2:15 PM IST