Amit Shah In Rajyasabha: ভারতকে আমেরিকা-ইজরায়েলের সঙ্গে তুলনা! ছাব্বিশেই সাফ হবে মাওবাদ...রাজ্যসভায় দাঁড়িয়ে একের পর এক কড়া বার্তা অমিত শাহের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘‘সারা বিশ্বে একমাত্র দু’টো দেশ, আমেরিকা এবং ইজরায়েল নিজের দেশের সীমান্ত নিয়ে কড়া অবস্থান নেয়৷ এবার ভারতও সেই তালিকায় শামিল হতে চলেছে৷’’
নয়াদিল্লি: পাক জঙ্গিদের বিরুদ্ধে এখনও ‘জিরো টলারেন্স’ নীতির কড়া অবস্থানেই অনড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার৷ তাঁদের সরকারি নীতির কারণেই উপত্যকায় সন্ত্রাসবাদে মৃত্যুর সংখ্যা ৭০ শতাংশ কমে এসেছে৷ আমেরিকা এবং ইজরায়েলের মতো ভারতও নিজের দেশের সীমান্তরক্ষায় একচুলও রফা করার পক্ষপাতী নয়৷ শুক্রবার রাজ্যসভায় দাঁড়িয়ে এভাবেই জম্মু-কাশ্মীর, সন্ত্রাসবাদ এবং মাওবাদ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের অবস্থান এবং নীতির বিস্তৃত ব্যাখ্যা দিতে দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷
এদিন রাজ্যসভার একটি আলোচনায় অংশগ্রহণ করাকালীন শাহ জানান, উপত্যকায় সন্ত্রাসবাদ অনেকটা নিয়ন্ত্রণে আনা গেলেও অনুপ্রবেশ এখনও একটা বড় সমস্যা৷ যদিও উরি বা পুলওয়ামার মতো যে কোনও আক্রমণের জরুরি জবাব দিতে সদা প্রস্তুত মোদি সরকার৷ জঙ্গি দমনের বিষয়ে পূর্বতন সরকারগুলি ‘দুর্বল নীতি’ প্রণয়ন করেছিল বলে এদিন আবারও কটাক্ষ করেন শাহ৷
আরও পড়ুন: বাংলোয় আগুন লাগতেই ‘পর্দাফাঁস’…! হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার দিস্তা দিস্তা ক্যাশ টাকা
রাজ্যসভায় অমিত শাহ বলেন, ‘‘সারা বিশ্বে একমাত্র দু’টো দেশ, আমেরিকা এবং ইজরায়েল নিজের দেশের সীমান্ত নিয়ে কড়া অবস্থান নেয়৷ এবার ভারতও সেই তালিকায় শামিল হতে চলেছে৷’’
advertisement
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ২০১৯ সালে ভারতীয় দণ্ডবিধিরক ৩৭০ ধারা বাতিল করার পরেই বর্তমানে কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে শান্তি পরিস্থিতি তৈরি হয়েছে৷ সেখানে G20 সম্মেলন হচ্ছে, সন্ধেবেলা সিনেমা হল খোলা থাকছে৷ ১০ বছর আগেও যেখানে জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের নায়কোচিত সম্মান দেওয়া হত, সেখানে এখন জঙ্গি অভিযোগ প্রমাণিত হলে তাঁদের আত্মীয়দের সমস্ত সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার জন্য৷
advertisement
এদিন রাজ্যসভায় ২০২৬ এর ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদ ধুয়েমুছে সাফ করে দেওয়ারও অঙ্গীকার করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
March 21, 2025 4:28 PM IST