বাংলোয় আগুন লাগতেই 'পর্দাফাঁস'...! হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার দিস্তা দিস্তা ক্যাশ টাকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Delhi High Court Judge: আগুন নেভাতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত নগদ টাকা।
নয়াদিল্লি: আগুন নেভাতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ হিসেব বহির্ভূত নগদ টাকা। খবর পেয়েই তড়িঘড়ি কলেজিয়ামের বৈঠক ডেকে দিল্লি হাইকোর্টের সেই বিচারপতি যশওয়ান্ত ভার্মাকে অবিলম্বে তাঁর পূর্বের আদালত অর্থাৎ, এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করার সিদ্ধান্ত ঘোষণা প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।
সম্প্রতি জাস্টিস ভর্মার দিল্লি বাংলোয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন শহরে উপস্থিত ছিলেন না বিচারপতি। পরিবারের লোকেরা দমকলকে খবর দেয়, আগুন নিভতেই একটি ঘর থেকে বেরিয়ে আসে বিপুল ক্যাশ টাকা। পুলিশের নিয়ম মোতাবেক, রিকভারিতে উল্লেখ করা হয় সেই বিপুল পরিমাণের টাকা। এত পরিমাণ হিসেব বহির্ভূত টাকার হদিশ এক হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হতেই নড়ে চড়ে বসে সরকার। খবর যায় প্রধান বিচারপতির কাছে।
advertisement
advertisement
যদিও এই সিদ্ধান্ত ঘিরে আইনজীবী মহলে চাপা গুঞ্জন শুরু হয়েছে। কত টাকা উদ্ধার হয়েছে তা অবিলম্বে প্রকাশ করার দাবি জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং। অনেকেই মনে করছেন, এ ধরনের গুরুতর অপরাধে ট্রান্সফারের সিদ্ধান্ত অত্যন্ত লঘু শাস্তি। সাধারণত, এ ধরনের অভিযোগ উঠলে অভিযুক্ত বিচারপতিকে অবিলম্বে পদত্যাগ করতে বলা হয়। তিনি পদত্যাগ না করলে সংসদের মাধ্যমে তাঁকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করা হয়। তার প্রথম পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট বিচারপতির বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেন প্রধান বিচারপতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 12:15 PM IST