Meerut Murder Case: ৮০০ টাকায় মাংস কাটার ছুরি, ৩০০ টাকায় খুর! স্বামীকে খুন করে ১৫ টুকরো করতে কী কী প্ল্যান করেছিল মুসকান?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এছাড়াও, জানা গিয়েছে, মুসকান শারদা রোড থেকে ৮০০ টাকায় দুটি মাংস কাটার ছুরি, ৩০০ টাকায় খুর ও পলিথিন ব্যাগ কিনেছিল। এগুলো সম্ভবত স্থানীয় দোকান থেকে কেনা হলেও, অনলাইনে তাদের দাম ও কোথায় সেগুলি পাওয়ার যায় সেগুলি ইন্টারনেটে সার্চ করা হয়েছিল৷
মেরঠ: লন্ডন থেকে স্বামী এসেছিল স্ত্রীকে সারপ্রাইজ দিতে৷ সেই স্ত্রী-ই তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে তাঁকে খুন করে ১৫ টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে দিল৷ হাড়হিম করা এই ঘটনার কথা সামনে আসতেই নড়েচড়ে বসেছে গোটা দেশ৷ তদন্তে সামনে আসছে একের পর এক ভয়ানক তথ্য৷ এই দু’দিন ধরে করা তদন্তে তদন্তকারীরা অন্তত এইটুকু বুঝতে পেরেছেন, কোনও তাৎক্ষণিক ঘটনা নয়,সৌরভ রাজপুতকে খুন করার পিছনে বিশদ পরিকল্পনা করেছিল তাঁর স্ত্রী মুসকান ও মুসকানের প্রেমিক সাহিল৷
পুলিশ জানতে পেরেছে, স্বামী সৌরভকে অচৈতন্য করতে বিপুল পরিমাণে ঘুমের ওষুধ এবং মাদকদ্রব্য ব্যবহার করেছিল মুসকান৷ এখন প্রশ্ন, সেই ঘুমের ওষুধ কোথা থেকে পেয়েছিল সে? তদন্তে জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি শারদা রোডের এক ডাক্তারের কাছে গিয়ে নিজেকে ডিপ্রেশনের রোগী হিসেবে পরিচয় দিয়েছিল মুসকান এবং ঘুমের ওষুধ লিখে দেওয়ার অনুরোধ করেছিল৷ তারপর সেই প্রেসক্রিপশান নিয়েই বিভিন্ন দোকান থেকে ঘুমের ওষুধ কেনে সে ও সাহিল৷
advertisement
advertisement
মুসকান গুগলে সার্চ করে ঘুমের ওষুধ ও মাদকের নির্দিষ্ট রাসায়নিক উপাদান (সল্ট) খুঁজে বের করে৷ তারপর সে তার প্রেমিক সাহিলের সঙ্গে খৈরনগর যায় এবং সেখান থেকে ঘুমের ওষুধ ও মাদকের ওষুধ কিনে আনে।
advertisement
শুধুমাত্র প্রেসক্রিপশনেই খুনের পরিকল্পনা থেমে ছিল না৷ খুনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সে অনলাইনে রিসার্চ করেছিল৷ তদন্তে জানা গিয়েছে যে, গুগলে ঘুম ও মাদকদ্রব্যের প্রভাব, তাদের রাসায়নিক উপাদান ও সেগুলি কী ভাবে পাওয়ার যায়, তা নিয়ে সার্চ করেছিল মুসকান৷
advertisement
এছাড়াও, কিছু ওষুধের তথ্য অনলাইনে সংগ্রহ করেছিল মুসকান৷ যদিও এখনও পরিষ্কার নয় যে, ওষুধগুলো মুসকান দোকান থেকে কিনেছিল নাকি অনলাইনে আনিয়েছিল৷ পুলিশ এখন এই দিকটিও তদন্ত করছে যে, সে কোনও ডেলিভারি অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেছিল কি না।
এছাড়াও, জানা গিয়েছে, মুসকান শারদা রোড থেকে ৮০০ টাকায় দুটি মাংস কাটার ছুরি, ৩০০ টাকায় খুর ও পলিথিন ব্যাগ কিনেছিল। এগুলো সম্ভবত স্থানীয় দোকান থেকে কেনা হলেও, অনলাইনে এগুলোর দাম ও কোথায় সেগুলি পাওয়া যায় তা ইন্টারনেটে সার্চ করেছিল৷
advertisement
গত ৩ মার্চ, সৌরভ তাঁর মা রেণু-র বাড়ি থেকে লাউয়ের কোফতা (লাউ দিয়ে তৈরি একটি খাবার) নিয়ে এসেছিল। মুসকান সেই কোফতায় ঘুমের ওষুধ ও মাদক মিশিয়ে দেয়। এর আগে, সে সৌরভের মদের বোতলে ঘুমের ওষুধ মেশানোর চেষ্টা করেছিল, কিন্তু সৌরভ সেদিন মদ খাননি৷ কোফতার মধ্যে ওষুধ মেশানোর পরে সেই তরকারি খেয়ে সৌরভ অচেতন হয়ে পড়ে। এরপর, মুসকান ও সাহিল মিলে খুর দিয়ে তাঁর গলা কেটে খুন করে ও দেহ টুকরো টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে দেয়৷
advertisement
এসপি সিটি আয়ুষ বিক্রম সিংহ জানিয়েছেন, মুসকান ও সাহিল ২০২৪ সালের নভেম্বর থেকেই সৌরভকে খুনের পরিকল্পনা করছিল। ডাক্তারের প্রেসক্রিপশন এবং অনলাইন সার্চ এই ষড়যন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ ছিল।
পুলিশ এখন তদন্ত করছে যে,প্রেসক্রিপশনে লেখা ওষুধ ছাড়াও আর কী কী অনলাইনে অর্ডার করা হয়েছিল। ফরেনসিক টিম ওষুধের নমুনা পরীক্ষা করছে যাতে এ সম্পর্কে নিশ্চিত প্রমাণ পাওয়ার যায়৷
advertisement
জানা গিয়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছিল মুসকান৷ তাঁর স্বামী সৌরভ তাঁকে মাদক সেবনে বাধা দিত, সেই কারণেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে মুসকানের বিরুদ্ধে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Pradesh
First Published :
March 20, 2025 4:55 PM IST