Mamata Banerjee: লন্ডনে যাচ্ছেন মমতা! রাজ্য আর দল সামলাতে টাস্কফোর্স তৈরি করে দিলেন মমতা! কারা পেলেন দায়িত্ব?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ বক্তৃতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। বিষয়, ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ণ’।
কলকাতা: লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ২২ মার্চ লন্ডন পাড়ি দেওয়ার কথা তাঁর৷ তারপর ৭ দিনের ঠাসা কর্মসূচি৷ ইতিমধ্যেই এই সফর সংক্রান্ত কেন্দ্রীয় অনুমতিও চলে এসেছে৷ তবে তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক এবং দলীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চলে, সে জন্য টাস্কফোর্স গঠন করে গেলেন মমতা৷ বুধবার নবান্নের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যদি কোনও প্রয়োজন হয়, কয়েকজন অফিসারকে নিয়ে টাস্ক ফোর্স করে যাচ্ছি৷’’
মুখ্যমন্ত্রী জানালেন, এই টাস্কফোর্সে রয়েছেন নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র, বিবেক কুমার, রাজীব কুমার, মনোজ ভর্মা। মমতা বলেন, ‘‘যাওয়ার আগে সিএস, ডিএম, এসপি-দের নিয়ে আজ মিটিং করবে। যদি কোনও প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে নিজেরা কোনও সিদ্ধান্ত না নিয়ে।’’
আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর কথাকে সম্মান জানিয়ে বিদেশ যাচ্ছি!’ বিরোধীদের কটাক্ষকে পাল্টা আক্রমণ মমতার
advertisement
advertisement
অন্যদিকে, মন্ত্রীদের নিয়েও একটি টাস্কফোর্স গঠন করেছেন মমতা৷ তিনি জানান, ‘‘দলের ব্যাপারে আপনারা জানেন সুব্রত বক্সি আছে, অভিষেক ব্যানার্জি আছে। কোনও রকম পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনও ঘটনা ঘটলে তারা জানাবেন। ইউকে-ও আমাদের পার্টনার ছিল BGBS-এর৷ আবার ২বছর বাদে যাব। তখন জাপানটা কনসিডার করব। Uk-এর সঙ্গে আমাদের সম্পর্কটা দীর্ঘদিনের।’’
advertisement
এদিন নবান্নের বৈঠকে মমতা জানান, তিনি সাধারণত ২ বছর পরপর বাইরে যাওয়ার চেষ্টা করেন৷ শেষ বিদেশ গিয়েছিলেন ২০২৩ সালে৷ তারপর এবছর৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘BGBS-এর পার্টনার কান্ট্রিগুলো যাওয়ার জন্য বলে। এইটা খুব শর্ট। ইন্ডিয়া এমবাসি এর মিটিং আছে, ২৫ তারিখে BGBS-এর মিটিং আছে, ২৪ তারিখে ইন্ডিয়া হাই কমিশনের মিটিং আছে। ২৭ তারিখে অক্সফোর্ড যাব।’’
advertisement
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে আগামী ২৭ মার্চ বক্তৃতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। বিষয়, ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ণ’।
আগামী ২২ মার্চ লন্ডনে পাড়ি দেবেন মমতা। সাত দিনে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। সেখানে ভাষণ দেবেন তিনি। একইসঙ্গে শিল্পবৈঠক করার কথাও তাঁর৷ আগামী ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন মমতা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 20, 2025 3:29 PM IST