UP Assembly Polls 2022: যাদবের কথা 'শিশুসুলভ', সারাজীবন 'বাবুয়া'ই থাকবেন, কটাক্ষ যোগীর

Last Updated:

UP Assembly Polls 2022: "যাদব সম্ভবত জানেন না যে আমি আমার অফিস এবং বাড়িতে একটি ই-ড্যাশবোর্ডের ইনস্টল করেই সরকারি প্রকল্পগুলির কাজকর্মের উপর নজর রাখি। সরকার গতবারের মতো এবারও ই-বাজেট পেশ করেছিল। তাই এমন কথা ভিত্তিহীন শুধু নয়, একেবারেই বাচ্চাদের মতো মন্তব্য়।"

ভোটে সরগরম উত্তরপ্রদেশ
ভোটে সরগরম উত্তরপ্রদেশ
#লখনউ: সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) অভিযোগকে "শিশুসুলভ" বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP Assembly Polls 2022)। সপা নেতা ভোটের ময়দানে অভিযোগ করেছিলেন, যোগী ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণে বিলম্ব করেছেন, কারণ তিনি নিজে গ্যাজেটগুলি পরিচালনা করতে পারেন না। এবার সে নিয়েই মুখ খুললেন যোগী স্বয়ং। স্পষ্ট বললেন, "যাদব সম্ভবত জানেন না যে, আমি আমার অফিস এবং বাড়িতে একটি ই-ড্যাশবোর্ড ইনস্টল করেই সরকারি প্রকল্পগুলির কাজকর্মের উপর নজর রাখি। সরকার গতবারের মতো এবারও ই-বাজেট পেশ করেছিল। তাই এমন কথা ভিত্তিহীন শুধু নয়, একেবারেই বাচ্চাদের মতো মন্তব্য়।"
advertisement
এদিকে ভোটের মুখে প্রবল আত্মবিশ্বাসী অখিলেশ। ২০১৭ সালে গেরুয়া ঝড়ে ধসে গিয়েছিল অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সিংহাসন।পুরনো আসন ফিরে পেতে  বিধানসভা নির্বাচনে দলের হয়ে ময়দানে নেমেছেন তিনি।  রবিবার  তৃতীয় দফার নির্বাচনে প্রার্থী ছিলেন যাদব। "বিধানসভা নির্বাচনের (UP Assembly Polls 2022) প্রথম দুই দফাতেই সেঞ্চুরি করেছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)!" তৃতীয় দফার নির্বাচন চলাকালীন এমনই জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান। বিজেপি সরকারের নিন্দা করে অখিলেশ এও  জানান, বিজেপি নির্মূল হতে চলেছে। উত্তরপ্রদেশের কৃষকরা তাদের ক্ষমা করবে না।
advertisement
গেরুয়া শিবিরের সবচেয়ে শক্তিশালী রাজ্যের বিধানসভা নির্বাচনের (UP Assembly Polls 2022) দিকে নজর রয়েছে গোটা দেশের। আর বিজেপির কাছে এই নির্বাচন যেন কেন্দ্রের ক্ষমতা ধরে রাখার লড়াই। এবারের নির্বাচনকে  প্রবলভাবে সমাজবাদী পার্টি বনাম বিজেপির লড়াই হিসেবে দেখছে রাজনৈতিক মহল। তাই যে যেদিক থেকে পারছে একে অপরকে বিঁধছে। যোগী নাকি অখিলেশ, মসনদে কে? প্রশ্ন সেদিকেই।
বাংলা খবর/ খবর/দেশ/
UP Assembly Polls 2022: যাদবের কথা 'শিশুসুলভ', সারাজীবন 'বাবুয়া'ই থাকবেন, কটাক্ষ যোগীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement