Mamata Banerjee on Anis Khan Death: আনিস মৃত্যু তদন্তে সিট গঠন, ১৫ দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, আনিসের সঙ্গে শাসক দল তৃণমূলের যথেষ্ট ভাল সম্পর্ক ছিল (Mamata Banerjee on Anis Khan Death)৷

আনিস মৃত্যু কাণ্ডে সিট গঠনের নির্দেশ মমতার৷
আনিস মৃত্যু কাণ্ডে সিট গঠনের নির্দেশ মমতার৷
#কলকাতা: হাওড়ার ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Death) হত্যাকাণ্ডের ঘটনায় বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Anis Khan Death)৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, ১৫ দিনের মধ্যে এই কমিটি তদন্ত শেষ করে তাঁর কাছে রিপোর্ট জমা দেবে৷ তদন্ত কমিটিতে থাকবেন ডিজি, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং সিআইডি আধিকারিকরা৷ আনিসের পরিবারকে নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷
আনিসের পরিবারকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রীর বার্তা, 'জীবন তো আমি ফিরিয়ে দিতে পারব না৷ সেটা আমার হাতে নেই৷ বিশ্বাস রাখুন, আমার হাতে যা আছে সেটা আমি করতে পারি৷ সরকার নিরপেক্ষ তদন্ত করবে, বিচার হবে৷ এটুকু আমি কথা দিতে পারি৷ খুবই দুর্ভাগ্যজনক ঘটনা৷ কোনও মৃত্যুই কাম্য নয়৷ আমি নিজে দোষী হলেও ছেড়ে কথা বলি না৷ যেই দোষী হোক না কেন, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হবে৷ এর কোনও ক্ষমা নেই৷ '
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, আনিসের সঙ্গে শাসক দল তৃণমূলের যথেষ্ট ভাল সম্পর্ক ছিল৷ তিনি বলেন, 'আনিসের সঙ্গে আমাদের যোগাযোগ ভাল ছিল৷ আনিস নির্বাচনের সময়ও আমাদের অনেক সাহায্য করেছে৷ এখন অনেকে বড় বড় কথা বলছেন৷'
advertisement
যদিও মুখ্যমন্ত্রীর উপরে তাঁদের আস্থা থাকলেও রাজ্য পুলিশের কোনও তদন্তেই তাঁদের আস্থা নেই বলে দাবি করেছেন নিহত আনিস খানের দাদা৷ নিহত ছাত্রেনেতার পরিবার এখনও সিবিআই তদন্তের দাবিতেই অনড় রয়েছে৷ তাঁদের দাবি, চাইলে রাজ্যের গঠিত তদন্ত কমিটি সিবিআই-কে সাহায্য করতে পারে৷
প্রসঙ্গত এ দিনই আনিস খানের বাবা সালেম খানকে নবান্নে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারছেন না বলে জানিয়েছেন নিহত ছাত্রনেতার বাবা৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Anis Khan Death: আনিস মৃত্যু তদন্তে সিট গঠন, ১৫ দিনে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন মমতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement