Accident: জিপলাইনিংয়ের দড়ি ছিঁড়ে ৩০ ফুট নীচে পড়ে গেল নাবালিকা, মানালিতে ভয়ঙ্কর কাণ্ড! দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Accident: একের পর এক দুর্ঘটনার খবর দেশজুড়ে। এবার অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপলাইনিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে নীচে পড়ে গেল ১০ বছরের মেয়ে।
মানালি: একের পর এক দুর্ঘটনার খবর দেশজুড়ে। এবার অ্যাডভেঞ্চার স্পোর্টস জিপলাইনিং করতে গিয়ে দড়ি ছিঁড়ে নীচে পড়ে গেল ১০ বছরের মেয়ে। জিপলাইনে চড়ার সময় দড়ি ছিঁড়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায় মেয়েটি।
১০ বছর বয়সি তৃষা বিজওয়ে নামের এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে গত ৮ জুন, মানালির একটি জনপ্রিয় জিপলাইন পর্যটন কেন্দ্রে। নাগপুরের বাসিন্দা প্রফুল্ল বিজওয়ে তাঁর স্ত্রী কন্যাকে নিয়ে সেখানে গিয়েছিলেন ছুটি কাটাতে। জিপলাইনে চড়ার সময় আচমকা তার ছিঁড়ে গেলে মাঝ আকাশে ঝুলে থাকা অবস্থাতেই খাদে পড়ে যায় তৃষা।
advertisement
advertisement
This is why adventure sports aren’t safe in India. In Manali, a young girl fell from a zipline—nearly 30 feet—and is now seriously injured. Anyone without proper experience starts these activities, and there’s no one to check. Action is only taken after a fatal accident happens. pic.twitter.com/Xy5LNYRDwe
— Nikhil saini (@iNikhilsaini) June 15, 2025
advertisement
জানা গিয়েছে, ভয়ঙ্কর এই দুর্ঘটনার ফলে তৃষা নামক ওই নাবালিকার একাধিক জায়গায় হাড় ভেঙে গিয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে কোনও পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছিল না এবং দুর্ঘটনার পরপরই তারা কোনওরকম সাহায্য পাননি। প্রথমে মানালির একটি হাসপাতালে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা করা হয় তাকে। এখনও সে হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখলেই মহিলারা দেন কড়কড়ে ৬০০ টাকা, কাদের? কেন? ভাইরাল ‘ম্যান-মামস’
পরিবারের অভিযোগ, ‘ওই জিপলাইন সাইটে নিরাপত্তা বলতে কিছুই ছিল না। স্টাফদেরও তেমন প্রশিক্ষণ ছিল না। হারনেস ছিঁড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়েছে। জিপলাইন যে সংস্থা চালাচ্ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। অ্যাডভেঞ্চার ট্যুরিজমে নিরাপত্তার বিষয়টি নিয়ে সরকার আরও কঠোর হোক।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 7:42 PM IST