Kedarnath Helicopter Crash Pilot: বাড়িতে দু'মাসের যমজ সন্তান, কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু পাইলট-বাবার, মুহূর্তের মধ্যে সব শেষ সেনা পরিবারের

Last Updated:
Kedarnath Helicopter Crash Pilot: কেদারনাথে রবিবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সেই পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহানের মৃত্যুতে হাহাকার পরিবারে। রাজবীরের স্ত্রী সেনায় কর্মরত।
1/7
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের।
আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তরাখণ্ডের কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের।
advertisement
2/7
রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ছাড়াও ছিলেন ৫ তীর্থযাত্রী এবং বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির এক কর্মী।
রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ছাড়াও ছিলেন ৫ তীর্থযাত্রী এবং বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির এক কর্মী।
advertisement
3/7
দু’মাস আগেই যমজ সন্তানের বাবা হয়েছেন হেলিকপ্টারের পাইলট রাজবীর সিং চৌহান। কেদারনাথে রবিবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সেই পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহানের মৃত্যুতে হাহাকার পরিবারে। রাজবীরের স্ত্রী সেনায় কর্মরত।
দু’মাস আগেই যমজ সন্তানের বাবা হয়েছেন হেলিকপ্টারের পাইলট রাজবীর সিং চৌহান। কেদারনাথে রবিবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় সেই পাইলট ক্যাপ্টেন রাজবীর সিং চৌহানের মৃত্যুতে হাহাকার পরিবারে। রাজবীরের স্ত্রী সেনায় কর্মরত।
advertisement
4/7
রাজস্থানের জয়পুরের বাসিন্দা রাজবীর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন ১৫ বছর। লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নিয়ে ২০২৪ সাল থেকে কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায় যোগ দেন।
রাজস্থানের জয়পুরের বাসিন্দা রাজবীর ভারতীয় সেনায় কর্মরত ছিলেন ১৫ বছর। লেফটেন্যান্ট কর্নেল পদ থেকে অবসর নিয়ে ২০২৪ সাল থেকে কেদারনাথে একটি বেসরকারি হেলিকপ্টার পরিষেবা সংস্থায় যোগ দেন।
advertisement
5/7
বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল রাজবীরের। পাহাড় হোক সমতল এলাকা সব জায়গাতেই হেলিকপ্টার ওড়ানোর দক্ষতা ছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের।
বিভিন্ন ধরনের হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা ছিল রাজবীরের। পাহাড় হোক সমতল এলাকা সব জায়গাতেই হেলিকপ্টার ওড়ানোর দক্ষতা ছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রাজবীরের।
advertisement
6/7
গত বছরের অক্টোবর থেকে বেল ৪০৭ হেলিকপ্টার চালানো শুরু করেন রাজবীর। ২০০৯ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ২০০৭ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন রাজবীর।
গত বছরের অক্টোবর থেকে বেল ৪০৭ হেলিকপ্টার চালানো শুরু করেন রাজবীর। ২০০৯ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন। ২০০৭ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন রাজবীর।
advertisement
7/7
রবিবার সকালে তিনিই বেল ৪০৭ হেলিকপ্টারে গুপ্তকাশীর দিকে যাচ্ছিলেন। কপ্টারে ছিলেন ৫ পর্যটক। আচমকা ভোর ৫টা ২০-তে নিখোঁজ হয়ে যায় কপ্টার। পরে দেখা যায় সেটি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে ৭ জনেরই।
রবিবার সকালে তিনিই বেল ৪০৭ হেলিকপ্টারে গুপ্তকাশীর দিকে যাচ্ছিলেন। কপ্টারে ছিলেন ৫ পর্যটক। আচমকা ভোর ৫টা ২০-তে নিখোঁজ হয়ে যায় কপ্টার। পরে দেখা যায় সেটি ভেঙে পড়েছে। মৃত্যু হয়েছে ৭ জনেরই।
advertisement
advertisement
advertisement