Viral News: পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখলেই মহিলারা দেন কড়কড়ে ৬০০ টাকা, কাদের? কেন? ভাইরাল 'ম্যান-মামস'

Last Updated:

Viral News: এই প্রবণতা ক্রমশই বাড়তে দেখা যাচ্ছে যে, তরুণীরা পাঁচ মিনিটের আলিঙ্গনের জন্য প্রায় ৬০০ টাকা প্রদান করছেন। কোথায় হচ্ছে এমন? কেন? জানলে চমকে যাবেন...

আলিঙ্গন... (প্রতীকী ছবি)
আলিঙ্গন... (প্রতীকী ছবি)
কলকাতা: বাংলায় তর্জমা করলে ওই পুরুষ-মা বলতে হয়! ইংরেজিতে কথাটা man mums। পুরুষরা গর্ভধারণ করছেন, এমন খবরও ইতিপূর্বে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে বইকি! থমাস বেটির কথা সম্ভবত অনেকে ভুলে যাননি। তবে, এখানে ব্যাপারটা ঠিক সে রকম নয়।
চিনে এক প্রবণতা ক্রমশই বাড়তে দেখা যাচ্ছে যে, তরুণীরা তথাকথিত পুরুষ-মাদের (man mums) কাছ থেকে পাঁচ মিনিটের আলিঙ্গনের জন্য প্রায় ৫০ ইউয়ান (৬০০ টাকা) প্রদান করছেন। একসময় পেশিবহুল পুরুষদের জন্য এই শব্দটা ব্যবহৃত হত। এখন পুরুষ-মা বলতে সেইসব লোকদের বোঝায় যারা সান্ত্বনাদায়ক, চাপ থেকে নিমেষে মুক্ত হওয়ার মতো আলিঙ্গন প্রদান করে, ভদ্রতা এবং উষ্ণ ব্যবহার এঁদের পরিচয়ের অপর নাম।
advertisement
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতক ১৫০০০ টাকা করে স্কলারশিপ! কারা পাবেন-কীভাবে আবেদন? বিশদে জানুন
সাধারণত কোনও চ্যাট অ্যাপ থেকে এই যোগাযোগ তৈরি হয়, সাধারণত মল বা সাবওয়ে স্টেশনের মতো পাবলিক স্পেসে এই আলিঙ্গনের ব্যাপারটা অনুষ্ঠিত হয়, যা কেউ চাপের মধ্যে থাকলে তাকে মানসিক স্বস্তি প্রদান করে।
advertisement
সাউথ চায়না মর্নিং পোস্টের মতে আগে man mums শব্দটি মূলত পেশিবহুল জিমের পুরুষদের বোঝাত। কিন্তু, এখন এটি এমন পুরুষদের বোঝায় যাঁরা শারীরিক শক্তির সঙ্গে ঐতিহ্যগতভাবে পরিচিত নারীত্বের বৈশিষ্ট্য, যেমন কোমলতাও ধারণ করেন। এই বিষয়ে সম্প্রতি এক চিনা ছাত্রী অনলাইন পোস্ট করেছেন যে, তিনি থিসিসের চাপ মোকাবিলা করার জন্য একজন দয়ালু, উপযুক্ত পুরুষ-মার থেকে আলিঙ্গনের জন্য অর্থ প্রদান করতে চান।
advertisement
তিনি জানান যে, স্কুলে পড়ার সময়ে এর আগে তিনি এমন এক পুরুষ-মাকে জড়িয়ে ধরেছিলেন এবং যথেষ্ট নিরাপদও বোধ করেছিলেন। এবার তিনি সাবওয়ে স্টেশনে পাঁচ মিনিটের জন্য আলিঙ্গন চেয়েছেন। সেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং ১ লাখেরও বেশি কমেন্ট করা হয়।
আরও পড়ুন: ব্যাঙ্কে ঢুকে মহিলা বললেন, ‘লকারটা খুলুন’! এ কী দৃশ্য, গয়না সব উধাও? ম্যানেজারের মুখে কুলুপ, কলকাতার ব্যাঙ্কে মারাত্মক কাণ্ড
সোশ্যাল মিডিয়ায় পুরুষ মায়ের খোঁজ করলে দেখা যায়, বড় বড় শহরের নারীরাই মূলত আলিঙ্গনের জন্য টাকা দিতে চান। তাঁরা আচার-আচরণ, শারীরিক গঠন এবং চেহারা দেখে এই ধরনের পুরুষদের বেছে নেন এবং প্রায়শই দেখা করার আগে কিছু দিন কথা বলে নেন। SCMP-এর তথ্য অনুসারে, লম্বা, অ্যাথলেটিক নারীকেও এই ক্ষেত্রে অনেকে পছন্দ করে থাকেন।
advertisement
আগেই বলা হয়েছে যে নিরাপত্তার জন্য বেশিরভাগ আলিঙ্গন সাবওয়ে স্টেশন বা শপিং সেন্টারের মতো পাবলিক স্থানে ঘটে এবং এর মূল্য ২০ থেকে ৫০ ইউয়ান (২৫০ থেকে ৬০০ টাকা) পর্যন্ত হতে পারে। একজন মহিলা জানিয়েছেন যে, তিন ঘন্টা ওভারটাইম করার পর একবার তিনি এমন একজন পুরুষ মাকে খুঁজে পান, যিনি তাঁকে তিন মিনিট ধরে জড়িয়ে ধরে রেখেছিলেন, বস এবং ওয়ার্ক প্রেশারের কথা বলার সময়ে সস্নেহে কাঁধে হাতও বুলিয়ে দিয়েছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখলেই মহিলারা দেন কড়কড়ে ৬০০ টাকা, কাদের? কেন? ভাইরাল 'ম্যান-মামস'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement