Viral News: ব্যাঙ্কে ঢুকে মহিলা বললেন, 'লকারটা খুলুন'! এ কী দৃশ্য, গয়না সব উধাও? ম্যানেজারের মুখে কুলুপ, কলকাতার ব্যাঙ্কে মারাত্মক কাণ্ড

Last Updated:
Viral News: ব্যাঙ্কের লকারে তাঁদের সোনা ও রুপোর গয়না রাখা ছিল। ওই চিকিৎসক জানান, লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে তাজ্জব হয়ে যান তিনি।
1/11
কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে লক্ষ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ। প্রৌঢ়া চিকিৎসকের অভিযোগ, প্রায় ২০ লক্ষ টাকার গয়না উধাও ব্যাঙ্কের লকার থেকে। (Image Courtesy AI)
কলকাতায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের লকার থেকে লক্ষ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগ। প্রৌঢ়া চিকিৎসকের অভিযোগ, প্রায় ২০ লক্ষ টাকার গয়না উধাও ব্যাঙ্কের লকার থেকে। (Image Courtesy AI)
advertisement
2/11
রবিবার শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৬১ বছরের ওই মহিলা, পেশায় চিকিৎসক। (Image Courtesy AI)
রবিবার শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৬১ বছরের ওই মহিলা, পেশায় চিকিৎসক। (Image Courtesy AI)
advertisement
3/11
মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত যদিও কেউ ঘটনায় গ্রেফতার হয়নি। (Image Courtesy AI)
মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার রাত পর্যন্ত যদিও কেউ ঘটনায় গ্রেফতার হয়নি। (Image Courtesy AI)
advertisement
4/11
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী শ্যামপুকুর থানার কৃষ্ণরাম বসু স্ট্রিটে থাকেন। তাঁর দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শ্যামবাজার শাখায় তাঁর এবং বৃদ্ধা মায়ের নামে লকার রয়েছে। (Image Courtesy AI)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী শ্যামপুকুর থানার কৃষ্ণরাম বসু স্ট্রিটে থাকেন। তাঁর দাবি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শ্যামবাজার শাখায় তাঁর এবং বৃদ্ধা মায়ের নামে লকার রয়েছে। (Image Courtesy AI)
advertisement
5/11
ওই ব্যাঙ্কের লকারে তাঁদের সোনা ও রুপোর গয়না রাখা ছিল। ওই চিকিৎসক জানান, লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে তাজ্জব হয়ে যান তিনি। (Image Courtesy AI)
ওই ব্যাঙ্কের লকারে তাঁদের সোনা ও রুপোর গয়না রাখা ছিল। ওই চিকিৎসক জানান, লকারের গয়না ঠিক আছে কিনা দেখতে এসে তাজ্জব হয়ে যান তিনি। (Image Courtesy AI)
advertisement
6/11
গত ৫ জুন তিনি ওই ব্যাঙ্কে যান। সেদিন লকারে গিয়ে দেখে, প্রথমেই তাঁর সন্দেহ হয়েছিল। যদিও তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রথমে কিছু বলেননি। (Image Courtesy AI)
গত ৫ জুন তিনি ওই ব্যাঙ্কে যান। সেদিন লকারে গিয়ে দেখে, প্রথমেই তাঁর সন্দেহ হয়েছিল। যদিও তিনি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে প্রথমে কিছু বলেননি। (Image Courtesy AI)
advertisement
7/11
পরদিন ৬ জুন ওই চিকিৎসক ফের ব্যাঙ্কে যান। সেদিন লকারে থাকা সোনার গয়না মিলিয়ে দেখতে গিয়েই বুঝতে পারেন, প্রায় ২০০ গ্রাম গয়না নেই। (Image Courtesy AI)
পরদিন ৬ জুন ওই চিকিৎসক ফের ব্যাঙ্কে যান। সেদিন লকারে থাকা সোনার গয়না মিলিয়ে দেখতে গিয়েই বুঝতে পারেন, প্রায় ২০০ গ্রাম গয়না নেই। (Image Courtesy AI)
advertisement
8/11
অভিযোগকারিণীর দাবি, লকারের ভিতরে একটি স্টিলের বাক্সের ভিতরে গয়নাগুলি রাখা ছিল। কিন্তু ৬ জুন লকার খুলে দেখেন বাক্স ফাঁকা। (Image Courtesy AI)
অভিযোগকারিণীর দাবি, লকারের ভিতরে একটি স্টিলের বাক্সের ভিতরে গয়নাগুলি রাখা ছিল। কিন্তু ৬ জুন লকার খুলে দেখেন বাক্স ফাঁকা। (Image Courtesy AI)
advertisement
9/11
তাঁর আরও দাবি, ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানাতে চাইলে ব্যাঙ্ক তা করতে রাজি হয়নি। (Image Courtesy AI)
তাঁর আরও দাবি, ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জানাতে চাইলে ব্যাঙ্ক তা করতে রাজি হয়নি। (Image Courtesy AI)
advertisement
10/11
তাঁর দাবি, ব্যাঙ্কের লোক এই ঘটনায় জড়িত থাকতে পারেন। (Image Courtesy AI)
তাঁর দাবি, ব্যাঙ্কের লোক এই ঘটনায় জড়িত থাকতে পারেন। (Image Courtesy AI)
advertisement
11/11
এর আগে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি ব্যাঙ্কের লকার থেকে প্রায় কোটি টাকার গয়না উধাও হয়েছিল। পরে ব্যাঙ্কেরই এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। (Image Courtesy AI)
এর আগে কলকাতার পার্ক স্ট্রিট এলাকার একটি ব্যাঙ্কের লকার থেকে প্রায় কোটি টাকার গয়না উধাও হয়েছিল। পরে ব্যাঙ্কেরই এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। (Image Courtesy AI)
advertisement
advertisement
advertisement