Accident: ভয়ঙ্কর পরিস্থিতি! খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ১, আহত অন্তত ১৬ জন

Last Updated:

Accident: শনিবার সন্ধ্যায় মাতা বৈষ্ণ দেবী মন্দির থেকে ফিরছিল এমন একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়, এতে এক ব্যক্তি নিহত হন এবং ১৬ জন আহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভয়ঙ্কর পরিস্থিতি! খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ১, আহত অন্তত ১৬ জন
ভয়ঙ্কর পরিস্থিতি! খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ১, আহত অন্তত ১৬ জন
জম্মু: শনিবার একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জম্মুতে। সেখানে পাহাড়ের খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। উদ্ধারকাজ তখনই শুরু হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ জন।
শনিবার সন্ধ্যায় জম্মুর কাছে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। জানা গিয়েছে তারা, বৈষ্ণ দেবী মন্দির থেকে ফিরছিল। যাত্রীবোঝাই বাসটি হঠা‍ৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ এরপর এটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়।
advertisement
advertisement
জানা গিয়েছে, দিল্লিগামী বাসটি জম্মু বাসস্ট্যান্ড থেকে প্রায় আট কিলোমিটার দূরে মান্ডা এলাকার কাছে দুর্ঘটনার শিকার হয়। ঠিক কী করে হয়েছে ঘটনাটি? পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, একটি বাঁক নেওয়ার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন৷ এর ফলে বাসটি গভীর খাদে পড়ে যায়।
advertisement
দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং ১৭ জনকে উদ্ধার করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে প্রশাসন।
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: ভয়ঙ্কর পরিস্থিতি! খাদে পড়ে গেল যাত্রীবাহী বাস, মৃত ১, আহত অন্তত ১৬ জন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement