Customs officer death: মর্মান্তিক পরিণতি! নিজের বাড়ি থেকে উদ্ধার সেন্ট্রাল এক্সাইজ অফিসারের পচাগলা মৃতদেহ, শেষ গোটা পরিবারও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Customs officer death: কেরালার কাক্কানাদে নিজের বাড়িতে কেন্দ্রীয় আবগারি ও জিএসটি দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক এবং তার মা ও বোনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে।
কাক্কানাদ: কেরলে ফের সামনে এল একটি মর্মান্তিক ঘটনা। গোটা পরিবারকে পাওয়া গেল মৃত অবস্থায়। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ৷
পুলিশের তথ্য অনুযায়ী, মৃতরা হলেন ৪৪ বছর বয়সী মনীশ বিজয়, তার ৩৫ বছর বয়সী বোন শালিনী বিজয় এবং তাদের মা শকুন্তলা। তিনজনের দেহ গলিত অবস্থায় পাওয়া গেছে।
advertisement
মনীশ বিজয় কেন্দ্রীয় আবগারি ও কাস্টমস বিভাগের অধীনে অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন এবং কোচির সরকারি কোয়ার্টারে বসবাস করতেন। তার পরিবার ঝাড়খণ্ডের বাসিন্দা ছিল।
advertisement
এই ঘটনা তখন সামনে আসে, যখন মনীশের সহকর্মীরা তাকে ফোন করে কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হন। চারদিনের ছুটির পরেও তিনি কাজে যোগ না দেওয়ায় সহকর্মীরা তার বাসায় যান।
সেখানে পৌঁছে তারা ভেতর থেকে দুর্গন্ধ পান এবং সন্দেহ হলে দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা খুলে বাড়ির ভেতর প্রবেশ করে এবং তিনজনের মরদেহ উদ্ধার করে।
advertisement
আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? জানা গিয়েছে, মনীশ ও তার বোন শালিনীকে আলাদা ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, আর তাদের মা শকুন্তলার মৃতদেহ বিছানায় পড়ে ছিল।
পুলিশ জানিয়েছে, প্রবীণ মহিলার দেহ একটি সাদা কাপড়ে মোড়ানো ছিল এবং পাশে ফুল রাখা ছিল, যা ইঙ্গিত দেয় যে তিনি হয়তো আগেই মারা গিয়েছিলেন। এরপর দুই ভাইবোন আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে।
advertisement
ডায়েরির নোটে কী লেখা ছিল? পুলিশ বাড়ির একটি ঘরে একটি ডায়েরি পেয়েছে, যেখানে তাদের বিদেশে থাকা অপর এক বোনকে মৃত্যুর সংবাদ দেওয়ার নির্দেশ লেখা ছিল।
মনীশ বিজয় এর আগে কোঝিকোড় বিমানবন্দরের কাস্টমস প্রিভেন্টিভ বিভাগে কর্মরত ছিলেন। দেড় বছর আগে তিনি কোচিতে বদলি হন এবং কয়েক মাস আগে তার মা ও বোন সেখানে এসে থাকতে শুরু করেন।
advertisement
পুলিশ জানিয়েছে, শালিনী ঝাড়খণ্ডে একটি আইনি মামলায় জড়িত ছিলেন এবং সেটি নিয়েই মনীশ কিছুদিন ধরে ছুটিতে ছিলেন। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং শিগগিরই ঘটনার আসল কারণ উদ্ঘাটিত হবে বলে জানানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 12:02 PM IST