Road Accident: মর্মান্তিক ঘটনা, পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না ৩ যুবকের! কন্টেনার বাইকের তীব্র সংঘর্ষে শেষ সব স্বপ্ন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Road Accident: পাকবাড়া থানার অন্তর্গত লোদিপুর রাজপুত এলাকার সিএনজি পাম্পের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানুন...
মোরাদাবাদ: বুধবার উত্তর প্রদেশের পাকবাড়া থানার লোদিপুর রাজপুত এলাকার সিএনজি পাম্পের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে তিন ছাত্র ঘটনাস্থলেই মারা গিয়েছেন।
জানা গিয়েছে, তিনজনই বাইকে চেপে নিজেদের বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় তাদের বাইক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে গিয়ে ধাক্কা মারে।
আরও পড়ুন: গভীর রাতে স্করপিও ও বাইকের ভয়ঙ্কর সংঘর্ষে ছিন্নভিন্ন শরীর! ৮ জনের মৃত্যু, ৫ পরিবারে হাহাকার…
advertisement
তিন ছাত্র একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মৃতদের পরিচয় শিবা, অমিত এবং শোভিত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের বাড়ি হাসানপুর, থানা ডিডৌলি, জেলা আমরোহা। তারা সকলেই বিএসসি বায়োটেকনোলজির প্রথম বর্ষের ছাত্র ছিলেন এবং পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
আকস্মিক দুর্ঘটনার খবরে মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের নিস্তব্ধতা। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি সনাক্ত করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় অন্য কোনও যানবাহনের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সঠিক কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2025 7:46 PM IST