Wedding Firing in India: বারান্দা থেকে বরযাত্রী দেখছিল খুদে, ভিড় থেকে ছুটে আসা গুলি ফুঁড়ে দিল মাথা! জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Wedding Firing in India: উত্তর প্রদেশের নয়ডায় একটি বিয়ের শোভাযাত্রায় উদযাপনের গুলিতে এক শিশুর মৃত্যু হয়েছে। জানুন ঘটনাটি...
নয়ডা: উত্তর প্রদেশের নয়ডায় একটি বিয়ের শোভাযাত্রার সময় উদযাপনের সময় চলে গুলি। এই ঘটনায় দেড় থেকে দুই বছরের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি নয়ডার সেক্টর-৪১ এর আগাহপুর গ্রামে ঘটেছে, যেখানে গুরগাঁও থেকে একটি বিয়ের শোভাযাত্রা বালবীর সিংয়ের বাসভবনে এসেছিল।
শোভাযাত্রা একটি ভিড়পূর্ণ এলাকায় অগ্রসর হওয়ার সময় হয় ঘটনাটি। সেলিব্রেশনের সময় গুলি চলতে শুরু করে। সেই সময় ওই খুদে বারান্দায় দাঁড়িয়ে বরযাত্রীর কাণ্ডকারখানা দেখছিল। দুর্ভাগ্যবশত, একটি বুলেট অংশের মাথা ফুঁড়ে দেয়।
আরও পড়ুন: এক মোবাইল ফোনই কেড়ে নিল ভাই-বোনের প্রাণ, কুয়োয় মিলল জোড়া মৃতদেহ! জানুন হাড়হিম করা ঘটনাটি…
advertisement
অংশের বাবা, বিকাশ শর্মা, ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন। “রবিবার রাত ৮.৫০ টার দিকে, আমি এবং আমার পরিবার বাড়ির তৃতীয় তলায় ছিলাম। পাড়ার মধ্য দিয়ে যাওয়া বিয়ের শোভাযাত্রা দেখছিলাম। হঠাৎ করে দুইজন কয়েকটি গুলি আকাশে ছোড়ে। কিছুক্ষণ পর, ছেলের মাথা থেকে রক্ত বের হতে শুরু করে এবং সে পড়ে যায়। তখন বুঝতে পারি যে বুলেট তাকে আঘাত করেছে।”
advertisement
আহত শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসার সময় সে মারা যায়। তথ্য পাওয়ার পর, থানা ৪৯ এবং ডিসিপি থেকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং তদন্ত শুরু করেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং বিয়ের শোভাযাত্রায় উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় দুজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের নাম হ্যাপি ও দীপাংশু। দুজনেই গুরগাঁওয়ের বাসিন্দা এবং বর্তমানে পলাতক।
advertisement
শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে, ভারতীয় দণ্ডবিধির ধারা ১০৫ (হত্যার সমতুল্য অপরাধ নয়) এবং অস্ত্র আইনের অধীনে সেক্টর ৪৯ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2025 8:44 PM IST