Punjab CM Bhagwant Mann: "অহংকার করবেন না" জয়ের পরেই নবনির্বাচিত বিধায়কদের বার্তা পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Punjab Election Result 2022: ১১৭ টি বিধানসভার মধ্যে AAP ৯২ টি আসন জিতে পঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
#পঞ্জাব: নবনির্বাচিত AAP বিধায়কদের ‘অহংকারী’ না হওয়ার এবং রাজধানী চণ্ডীগড়ে নয় বরং তাঁদের নিজস্ব নির্বাচনী এলাকায় যতটা সম্ভব সময় ব্যয় করার আহ্বান জানিয়েছেন পঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann)। শুক্রবার মোহালিতে আপ বিধানসভা দলের সভায় ভাষণ দেওয়ার সময় ভগবন্ত মান আরও জানান নতুন আপ সরকার (AAP Govt in Punjab) স্কুল, শিল্প এবং হাসপাতালের দিকে মনোনিবেশ করবে। ধুরি আসন থেকে ৫০,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ভগবন্ত মান। তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী (Punjab CM Bhagwant Mann) ছাড়াও রাজ্য মন্ত্রিসভায় ১৭ টি মন্ত্রীপদ থাকবে।
“এই সরকার পঞ্জাবের জনগণ তৈরি করছে। তাঁদের সমস্যা সমাধানের জন্য আমরা কর্মকর্তাদের সঙ্গে তাঁদের কাছে যাব। দিল্লিতে অনেক প্রকল্প চলছে। আমরা পঞ্জাবেও এর বাস্তবায়ন ঘটাতে পারি… যে কারও কাছ থেকে ভাল পরামর্শ আমরা বিবেচনা করব,” ভগবন্ত সহ ৯২ জন বিধায়কের উপস্থিতিতে এমনটাই বলেন তিনি (Punjab CM Bhagwant Mann)।
advertisement
advertisement
১১৭ টি বিধানসভার মধ্যে AAP ৯২ টি আসন জিতে পঞ্জাবে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এই ঐতিহাসিক জয়ের পর জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া তাঁর প্রথম ভাষণে ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann) মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেন। দলের নিরঙ্কুশ বিজয় প্রসঙ্গে ভগবন্ত মান জানান, যারা অহংকারী তাদের জনগণ পরাজিত করেছে এবং তারা সাধারণ মানুষকে জয়ী করেছে।
advertisement
শুক্রবারের বৈঠকে, ভগবন্ত মান নতুন বিধায়কদের “যারা আমাদের ভোট দেননি তাদেরও সম্মান করার জন্য” অনুরোধ করেন। “শুধুমাত্র চণ্ডীগড়ে পড়ে থাকবেন না, সমস্ত বিধায়কদের অবশ্যই সেই অঞ্চলে কাজ করতে হবে যেখান থেকে তাঁরা নির্বাচিত হয়েছেন,” সভায় বলেন ভগবন্ত মান।
সরকার গঠনের দাবি জানাতে শনিবার সকাল ১০.৩০ টায় মুখ্যমন্ত্রী ভগবন্ত মান পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারি লাল পুরোহিতের (Punjab Governor Banwari Lal Purohit) সঙ্গে সাক্ষাৎ করবেন। দিল্লিতে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গে দেখা করার পরে দলীয় সূত্র জানিয়েছে, ১৬ মার্চ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংয়ের পৈতৃক গ্রাম খটকারকালানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ভগবন্ত মান (Punjab CM Bhagwant Mann)।
advertisement
আগামী ১৩ মার্চ অমৃতসরে একটি রোড শো করবে AAP। দু’টি অনুষ্ঠানেই অরবিন্দ কেজরিওয়াল উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। “আমার ছোট ভাই ভগবন্ত মান পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আজ তিনি আমার বাড়িতে এসেছিলেন শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে। আমি নিশ্চিত যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে ভগবন্ত পঞ্জাবের জনগণের প্রতিটি প্রত্যাশা পূরণ করবেন,” হিন্দিতে ট্যুইট করেছেন কেজরিওয়াল। বৈঠকের একটি ছবিও শেয়ার করেছেন তিনি। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেজরিওয়ালের সঙ্গে ভগবন্তের (Punjab CM Bhagwant Mann) এটিই প্রথম বৈঠক।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2022 8:25 AM IST