Telengana News: মন্দিরে নারকেল ভেঙেই বদলে গেল জীবন! অভাব কাটিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন এক ব্যক্তি

Last Updated:

Telengana News: দীর্ঘদিন ধরেই নারকেলের খোলার ব্যবহার নিয়ে গবেষণা করেছেন পিচেতি। সেখান থেকেই তিনি জানতে পারলেন বাজারে নারকেলের খোলার চাহিদা বেশ ভাল।

একটা সময় দর্জির কাজ করতেন তিনি। কিন্তু করোনা অতিমারি তাঁর জীবনে কাল হয়ে দাঁড়াল। হু হু করে কমে গেল ক্রেতার সংখ্যা। পরিস্থিতি এমনই, সংসার কীভাবে চলবে জানতেন না পিচেতি প্রসাদ ওরফে কোন কোঞ্জি প্রসাদ। কিন্তু সেই পরিস্থিতি থেকেই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে নারকেল খোলার ব্যবসা। তেলঙ্গানার ভদ্রাদ্রি কোঠাগুড়েম জেলার কোঠাগুড়েম শহরের বাসিন্দা পিচেতি প্রসাদ।
কোঠাগুড়েম শহরের বাসিন্দা পিচেতি প্রসাদ তাঁর জীবন শুরু করেছিলেন পারিবারিক ব্যবসা দিয়ে। সামান্য আয়ে কাপড় সেলাই, মেরামতির কাজেই তাঁর সময় ব্যয় হতো। পারিবারিক উপার্জনের এই একটিমাত্র পথ খোলা ছিল পিচেতির কাছে। ১২ বছরের ব্যবসা ধাক্কা খেল করোনার কারণে। আর্থিক সমস্যা ধীরে ধীরে গ্রাস করতে লাগল তাঁর পরিবারকে। করোনা অতিমারির প্রভাবে আর্থিক ভাবে বিপর্যস্ত পিচেতি যখন বিকল্প আয়ের পথ খুঁজে বেড়াচ্ছেন, তখন একদিন মন্দিরে গিয়ে নারকেল নিবেদন করলেন ঈশ্বরের উদ্দেশ্যে। প্রার্থনা জানালেন তার আর্থিক পরিস্থিতি উন্নতির।
advertisement
মন্দিরে ভাঙা নারকেলের খোলা ছিটকে উঠতেই পিচেতির মাথায় খেলে গেল দারুণ বুদ্ধি। নারকেলের খোলার ব্যবহার নিয়ে নতুন করে ভাবতে শুরু করলেন তিনি। যেমন ভাবা, তেমনই কাজ।
advertisement
দীর্ঘদিন ধরেই নারকেলের খোলার ব্যবহার নিয়ে গবেষণা করেছেন পিচেতি। সেখান থেকেই তিনি জানতে পারলেন বাজারে নারকেলের খোলার চাহিদা বেশ ভাল। বিপুল পরিমাণ নারকেলের খোলা সংগ্রহের জন্য তিনি মন্দির প্রশাসনের সঙ্গে একটি চুক্তি করে ফেললেন। তিনি তাঁর বাড়িতেই একটি কুটির শিল্প স্থাপন করেছিলেন যেখানে সবুজ নারকেলের শিষ শুকিয়ে কম তাপে পুড়িয়ে সেগুলিকে খোলায় রূপান্তর করা যায়।
advertisement
যেটুকু সঞ্চয় ছিল তা বিনিয়োগ করেই তিনি শুরু করলেন নতুন যাত্রা। কেরল থেকে নারকেল কিনে অন্ধ্রপ্রদেশের নারকেল শিল্পের সঙ্গে একটি চুক্তি করে ফেললেন। এখন প্রতি মাসে কয়েক টন নারকেল সরবরাহ করে থাকেন পিচেতি প্রসাদ। নিজের সঙ্গে নিয়েছেন আরও দু’জনকে। এঁদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে পিচেতি প্রসাদের নতুন নারকেল শিল্প থেকে।
advertisement
পিচেতি প্রসাদ বলেন, নারকেলের চাহিদা কিন্তু মরশুমের উপর নির্ভর করে। বর্তমানে এক কুইন্টালের দাম প্রায় ১২ হাজার টাকা। কিছু শিল্পে নারকেল খোলার প্রয়োজন। বাকি শাঁস কিনে নেবেন অন্য কেউ। তিনি বলেন, এই কাজ তিনি একাই করেছেন। তবে সরকারি সহযোগিতা পেলে তিনি একটি শিল্প প্রতিষ্ঠাও করতে পারেন যেখানে নারকেল শিল্পের কাঁচামাল যোগান দেওয়া যাবে এবং তাঁর মতো অনেক মানুষের কর্মস্থান সংস্থানও হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Telengana News: মন্দিরে নারকেল ভেঙেই বদলে গেল জীবন! অভাব কাটিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন এক ব্যক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement