Maharashtra: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, ধ্বংসস্তূপে অন্তত ১৫-২০ জনের আটকে থাকার আশঙ্কা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শনিবার দুপুর ১.৪৫ নাগাদ বর্ধমান কমপ্লেক্সে একটি দোতলা আবাসন ভেঙে পড়ে। উপরের তলায় চারটি পরিবার বাস করতেন
মহারাষ্ট্র: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি, ধ্বংসস্তূপে অন্তত ১৫-২০ জনের আটকে থাকার আশঙ্কা। শনিবার দুপুরে ভয়াবহ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি এলাকায়।
ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ বাহিনী, পুলিশের দল ও দমকলের আধিকরিকরা। তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্ট চলছে।
Maharashtra | A building collapsed in Bhiwandi area. 10 people feared trapped. Police team including fire brigade and disaster left for the spot.
More details awaited. pic.twitter.com/xqdw2ULtXu — ANI (@ANI) April 29, 2023
advertisement
advertisement
রিজিওনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল-এর প্রধান অবিনাশ সাওয়ান্ত জানান, মানকোলির ভালপাড়া অঞ্চলে উদ্ধারকাজ শুরু হয়েছে। ধ্বংসস্তূপে অনেক মানুষের আটকে থাকার আশঙ্কা রয়েছে। শনিবার দুপুর ১.৪৫ নাগাদ বর্ধমান কমপ্লেক্সে একটি দোতলা আবাসন ভেঙে পড়ে। উপরের তলায় চারটি পরিবার বাস করতেন। নীচের তলায় শ্রমিকরা কাজ করছিলেন। ভিওয়ান্ডি, থানে ও আশপাশের অঞ্চল থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়েছে। দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2023 3:00 PM IST