14-feet-long Rattlesnake: উঠোনময় ঘুরে বেড়াচ্ছে ১৪ ফুটের সাপ, তারপরই যে মারাত্মক ঘটনা ঘটল, জানলে শিউরে উঠবেন
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
এই বিশালাকার সাপটি আসলে র্যাটেল স্নেক প্রজাতির৷ ওজন ছিল প্রায় ১২ কেজি৷
ইয়েল্লাপুর: ১৪ ফুটের সাপ! সেই সাপ নাকি হেলেদুলে হেঁটে বেড়াচ্ছে উঠোন দিয়ে৷ ঘটনাটি ঘটেছে, তেলেঙ্গানার ইয়েল্লাপুরে৷ শনিবার বিকেলে বিষ্ণু নাইকা নামে একজনের উঠোনে এই বিশালাকার সাপকে দেখা যায়৷
সাপটিকে উদ্ধার করার জন্য সুরজ শেঠিকে ডাকা হয়৷ প্রথমদিকে সাপটিকে উদ্ধার করতে সুরজের বেশ বেগ পেতে হয়েছে৷ সেই সময় অঝোরে বৃষ্টিপাত হচ্ছিল৷ ফলে সাপের গা আরও পিচ্ছিল হয়ে যাওয়ার ফলে সাপটিকে পাকড়াও করা বেশ কঠিন হয়ে পড়ছিল৷
advertisement
advertisement
অবশেষে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় সুরজ শেঠি সাপটিকে পাকড়াও করতে সক্ষম হন৷ এই বিশালাকার সাপটি আসলে র্যাটেল স্নেকের প্রজাতির৷ ওজন ছিল প্রায় ১২ কেজি৷ এত বেশি ওজন হওয়ার কারণে সাপটিকে ধরা আরও সমস্যাজনক হয়ে যাচ্ছিল৷
সাপের গা এমনিতেই পিচ্ছিল ধরনের৷ বৃষ্টির ফলে সেই বিশাল নাগরাজমশাইকে ধরা বেশ বিপদজ্জনক ছিল৷ কিন্তু অভিজ্ঞতার উপর ভর করে সুরজ শেঠ শেষ অবধি এই র্যাটেল স্নেককে ধরতে সক্ষম হয়েছিল৷
advertisement
এখনও অবধি তিনি প্রায় ৫০০টিরও বেশি সাপ উদ্ধার করেছেন৷
এই চরম প্রতিকূল অবস্থায় লড়াই না ছাড়ার জন্য, সক্ষমভাবে সাপকে ধরার জন্য গ্রামবাসীরা সুরজ শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন৷ তবে এই ঘটনায় স্থানীয়রা বেশ উদ্বিগ্ন৷ বর্ষাকালে এমনিতেই সাপের উপদ্রব বেশি হয়, সেখানে এই ধরনের বিশালাকার সাপের উপস্থিতিতে তাঁরা রীতিমতো ভীত, সন্ত্রস্ত হয়ে পড়েছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 4:25 PM IST