Auto-Taxi Strike: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সির ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ

Last Updated:

মূলত অ্যাপ ক্যাবের বিরুদ্ধেই তাদের এই ধর্মঘট৷ জানা গিয়েছে প্রায় ১৫টিরও বেশি ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হবে৷

ওই দিন দিল্লির সমস্ত অটো ও ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে  (Photo: Representative)
ওই দিন দিল্লির সমস্ত অটো ও ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে (Photo: Representative)
নয়া দিল্লি: আগামী দু’দিনের জন্য পরিবহনের দিক থেকে বড়সড় সমস্যায় পড়তে চলেছে রাজধানী দিল্লি৷ ২২ ও ২৩ অগাস্ট, দিল্লি এনসিআরের অটো ও ট্যাক্সি ড্রাইভাররা ধর্মঘটের ডাক দিয়েছে৷
মূলত অ্যাপ ক্যাবের বিরুদ্ধেই তাদের এই ধর্মঘট৷ জানা গিয়েছে প্রায় ১৫টিরও বেশি ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হবে৷
advertisement
অ্যাপ ক্যাবের রমরমার কারণে অটো-ট্যাক্সি চালকদের উপার্জন অনেকটাই কমে গিয়েছে৷ দিল্লির অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি কিশান ভার্মা জানিয়েছেন, ‘‘জীবনধারণের নুন্যতম মান বজায় রাখতেই এই ধর্মঘটে সামিল হচ্ছি৷ আমরা বারবার সরকারকে এই বিষয়ে অবগত করেছি৷ এই ধরনের প্রাইভেট অ্যাপ ভিত্তিক পরিবহনের জন্য আমাদের আয় অনেকটা হ্রাস পেয়েছে৷ সেই জন্যই এই ধর্মঘট৷’’
advertisement
কিশান ভার্মা আরও জানিয়েছেন,”এই বিষয়ে লিখিতভাবেও তাঁরা সরকারকে বেশ কয়েকবার অবগত করেছে৷ কিন্তু কোনও কিছুরই সুরাহা হয়নি৷”
এর পাশাপাশি আরও বিস্ফোরক অভিযোগ করেছেন দিল্লির অটো-ট্যাক্সি ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি ৷ তাঁর অভিযোগ,”এই অ্যাপ-ভিত্তিক পরিবহন ব্যবস্থার মাধ্যমে অনেক বেআইনি ব্যবসাও চলে৷ মদ সহ অন্যান্য মাদক দ্রব্যের চোরাচালান হয়৷ সব কিছুর বিরুদ্ধেই ও সরকারের হুঁশ ফেরাতেই তাঁদের এই ধর্মঘট৷”
advertisement
কিশান ভার্মা জানিয়েছেন এই ২ দিন দিল্লির সমস্ত অটো ও ট্যাক্সি পরিষেবা বন্ধ থাকবে৷ ধর্মঘটের প্রথম দিনই রাস্তায় দেখা নিয়ে অটো-ট্যাক্সির। যার ফলে দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা।
বাংলা খবর/ খবর/দেশ/
Auto-Taxi Strike: অ্যাপ ক্যাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! রাজধানীতে অটো-ট্যাক্সির ধর্মঘট, বিপাকে সাধারণ মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement