Cristiano Ronaldo:ইউটিউব নতুন চ্যানেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, শুরুতেই বলে বলে দশ গোল মেসিকে
- Published by:Debolina Adhikari
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
রোনাল্ডো বুধবার চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। নাম দিয়েছেন ‘UR Cristiano’। ৯০ মিনিটের মধ্যে তাঁর চ্যানেল সাবস্ক্রাইব করেন ১ মিলিয়ন দর্শক। যা রেকর্ড।
লিসবন: এবার ইউটিউবের দুনিয়ায় পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। খুললেন নিজের চ্যানেল। গোটা বিশ্বেই তাঁর কোটি কোটি ভক্ত। ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল এবং ফেসবুক পেজে সবেতেই তাঁর উপচে পড়া ভিড়।
ইউটিউবের দুনিয়াতেও তাঁর অন্যথা হয়নি। ফুটবল মাঠের মতোই চ্যানেল খোলা মাত্র সাবস্ক্রাইবারের সংখ্যাতেও রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ় তারকা।
advertisement
বুধবার, রোনাল্ডো নিজের ইউটিউব চ্যানেল চালু করেছেন। নাম দিয়েছেন ‘UR Cristiano’। ৯০ মিনিটের মধ্যেই তাঁর চ্যানেল সাবস্ক্রাইবার বেড়ে দাঁড়ায় ১ মিলিয়ন দর্শক।
advertisement
ইউটিউবের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১ মিলিয়নের মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন তিনি। এই প্রতিবেদন লেখার সময় রোনাল্ডোর সাবস্ক্রাইবারের সংখ্যা ছুঁয়েছে ১১.২ মিলিয়ন।
ফুটবল মাঠে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মুখোমুখি হয়েছেন কয়েকবার। কখনও মেসি জিতেছেন, কখনও রোনাল্ডো। কিন্তু ইউটিউবের ময়দানে লিওনেল মেসিকে বলে বলে দশ গোল দিলেন পর্তুগিজ় তারকা।
advertisement
২০০৬ সালে ইউটিউব চ্যানেল খোলেন মেসি। এখনও পর্যন্ত তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা ২.২৭ মিলিয়ন। অর্থাৎ রোনাল্ডোর চেয়ে অনেকটাই পিছিয়ে মেসি৷
চ্যানেলে কি শুধু ফুটবল বিষয়ক কনটেন্টই থাকবে? অনুরাগীদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন রোনাল্ডো। তিনি জানিয়েছেন, এই চ্যানেলে ফুটবল নিয়ে নানা খবর তো থাকবেই! সঙ্গে পরিবার, ডায়েট, সুস্থ থাকার টিপস প্রভৃতি নিয়েও আলোচনা থাকবে।
advertisement
রোনাল্ডোর কথায়, “ভক্তদের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই গভীর। আমি এটা উপভোগও করি। ইউটিউব চ্যানেল আমাকে আরও বড় প্ল্যাটফর্ম দেবে। ভক্তরা আমার সম্পর্কে তো বটেই, আমার পরিবার এবং বিভিন্ন বিষয় নিয়েও জানতে পারবে।“
বিশ্বের প্রখ্যাত ক্লাবে চুটিয়ে খেলেছেন এই পর্তুগিজ় তারকা। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। জিতেছেন পাঁচবার ব্যালন ডি’অর।
advertisement
বর্তমানে তিনি সৌদির আল নাসেরের হয়ে মাঠে নামেন। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময়ই প্রথম লাইমলাইটে আসেন রোনাল্ডো। তাঁর সতীর্থরা আজও আশা করেন, ক্রিশ্চিয়ানো একদিন ম্যানচেস্টারে ফিরবেন।
প্রাক্তন ম্যান ইউ সতীর্থ লুই সাহ বলেন, “ক্রিশ্চিয়ানো একদিন ম্যান ইউতে ফিরবেনই, সেটা কোচ হিসাবে হোক কিংবা ম্যানেজার হিসাবে।’’ প্রসঙ্গত, ৩৯ বছর বয়সি রোনাল্ডোর ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ৬৩৬ মিলিয়ন, ফেসবুকে ১৭০ মিলিয়ন এবং এক্স প্ল্যাটফর্মে ১১২.৫ মিলিয়ন ফলোয়ার্স রয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 22, 2024 11:58 AM IST