Nirbhaya fund: নির্ভয়া তহবিল প্রায় শেষ, দেশে কতটা কমল ধর্ষণের ঘটনা? চমকে দেবে পরিসংখ্যান
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যে নারী সুরক্ষার উদ্দেশ্যে এই বিপুল খরচ করা হয়েছে, তার পর মহিলাদের নিরাপত্তায় কতটা বদল এসেছে?
নয়াদিল্লি: ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর ২০১৩ গঠন করা হয়েছিল নির্ভয় তহবিল৷ উদ্দেশ্য ছিল দেশ জুড়ে নারী সুরক্ষা নিশ্চিত করা৷ কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে, সেই নির্ভয়া তহবিলে বরাদ্দ হওয়া অর্থের ৭৬ শতাংশই খরচ হয়ে গিয়েছে৷ কিন্তু গত এক দশকে গোটা দেশে ধর্ষণের ঘটনা কতটা কমল?
তথ্য বলছে, নির্ভয়া তহবিলের অর্থ কীভাবে খরচ করা হবে তা নির্ধারণ করার জন্য ২০১৫ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল৷ কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের অধীনেই এই কমিটি তৈরি করা হয়৷ যদিও তার পর গত ৯ বছরে ভারতে মাত্র ৯.১ শতাংশ ধর্ষণের ঘটনা কমেছে৷
চলতি বছরের ২ এপ্রিল লোকসভায় দেওয়া তথ্যে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, এখনও পর্যন্ত নির্ভয়া তহবিলে ৭২১২.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷ তার মধ্যে ৫৫১২.৯৭ কোটি টাকাই খরচ হয়ে গিয়েছে৷ অর্থাৎ মোট বরাদ্দ করা অর্থের ৭৬ শতাংশ টাকাই খরচ হয়েছে৷
advertisement
advertisement
যে নারী সুরক্ষার উদ্দেশ্যে এই বিপুল খরচ করা হয়েছে, তার পর মহিলাদের নিরাপত্তায় কতটা বদল এসেছে? তথ্য বলছে, ২০১৫ সাল থেকে ধর্ষণের ঘটনা মাত্র ৯.১ শতাংশ কমেছে৷ ২০২০ সালে সম্ভবত করোনার দাপটেই ধর্ষণের ঘটনা কিছুটা কমেছিল৷ কিন্তু ২০১৯, ২০২১, ২০২২ সালে দেশে ধর্ষণের ঘটনা সেভাবে কমেনি৷
advertisement
এই মুহূর্তে কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ৷ অথচ, যে চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নির্ভয়া তহবিলের টাকা সবথেকে বেশি খরচ করেছে, তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ৷ নির্ভয়া তহবিল থেকে পশ্চিমবঙ্গের জন্য ১০৪.৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ তার মধ্যে ৯৫ কোটি টাকাই খরচ করে ফেলেছে পশ্চিমবঙ্গ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2024 6:12 PM IST