Sandip Ghosh: কার নির্দেশের অপেক্ষায় ছিলেন সন্দীপ? আরজি কর তদন্তে জবাব খুঁজছে মরিয়া সিবিআই

Last Updated:

সেমিনার রুমের সংলগ্ন অংশের সংস্কার কাজও কেন তড়িঘড়ি শুরু করা হয়েছিল, সেই প্রশ্নও করা হয়েছিল সন্দীপ ঘোষকে৷

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷
কলকাতা: নির্দেশের অপেক্ষায় ছিলেন৷ তাই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরেও কেন পুলিশে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছিল৷ আরজি কর কাণ্ডে পুলিশে অভিযোগ দায়ের করতে হাসপাতালের অধ্যক্ষ হিসেবে তিনি কেন এত দেরি করেছিলেন, সেই প্রশ্নের উত্তরে সিবিআই-এর সামনে এমনই দাবি করেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ৷ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ কার নির্দেশের অপেক্ষায় ছিলেন, সেই প্রশ্নেরই জবাব খুঁজতে এখন মরিয়া সিবিআই-এর তদন্তকারীরা৷
গত ছ দিন ধরে সন্দীর ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই৷ আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ৷ গত ৯ অগাস্ট সকালে হাসপাতালের চারতলার সেমিনার রুমে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল৷ অভিযোগ ওঠে, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পরে হাসপাতালের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করতেই অনেকটা দেরি হয়৷ কেন এতটা দেরি হল, সন্দীপ ঘোষকে সেই প্রশ্নই করেন সিবিআই তদন্তকারীরা৷ সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষ দাবি করেছেন, উপর মহলের নির্দেশের অপেক্ষায় ছিলেন প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি৷ সবুজ সঙ্কেত আসতেই অভিযোগ জানায় হাসপাতাল কর্তৃপক্ষ৷
advertisement
advertisement
ওই তরুণী চিকিৎসককে যে হত্যা করা হয়েছে, খালি চোখে দেখেই তা বোঝা যাচ্ছিল বলে সিবিআইকে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী৷ তিনি নিজে অভিজ্ঞ চিকিৎসক হয়ে কেন এই বিষয়টি বুঝতে পারলেন না, সন্দীপ ঘোষকে সেই প্রশ্নও করেছেন সিবিআই কর্তারা৷
advertisement
এর পাশাপাশি, সেমিনার রুমের সংলগ্ন অংশের সংস্কার কাজও কেন তড়িঘড়ি শুরু করা হয়েছিল, সেই প্রশ্নও করা হয়েছিল সন্দীপ ঘোষকে৷ এক্ষেত্রেও উপরমহলের দিকেই দায় ঠেলার চেষ্টা করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ৷ তিনি দাবি করেছেন, স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেই সংস্কার কাজ শুরুর নির্দেশ দেন তিনি৷
ইতিমধ্যেই সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে৷ হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং কর্মীদের সঙ্গে কথা বলে এবং নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কথা বলে সন্দীপ ঘোষের বয়ান মিলিয়ে দেখছে সিবিআই৷ পাশাপাশি পুলিশের থেকে পাওয়া এবং নিজেদের সংগ্রহ করা তথ্যপ্রমাণও খতিয়ে দেখছেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sandip Ghosh: কার নির্দেশের অপেক্ষায় ছিলেন সন্দীপ? আরজি কর তদন্তে জবাব খুঁজছে মরিয়া সিবিআই
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement