ফের অশান্ত অসম-মেঘালয় সীমান্ত! সংঘর্ষে মৃত ছ’জন, মেঘালয়ের মুখ্যমন্ত্রীর উদ্বেগ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যে ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷
#নয়াদিল্লি: ফের অশান্ত মেঘালয়-অসম সীমান্ত৷ এ বার একটি কাঠপাচারের গাড়ি আটকাতে গিয়ে মেঘালয় অসম সীমান্তে নিরাপত্তার কাজে ন্যস্ত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে ছ’জনের৷ এর মধ্যে তিনজন রয়েছেন খাসি সম্প্রদায়ের নিরাপত্তাকর্মী৷ স্থানীয় সূত্রে খবর, একটি কাঠপাচারের গাড়ি আটকে ছিলেন নিরাপত্তাকর্মীরা৷ সেটি নিয়ে গোলমাল তৈরি হয়৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, ‘‘ঘটনার মোট ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ এর মধ্যে পাঁচ জন রয়েছেন যাঁরা মেঘালয়ের বাসিন্দা, এ ছাড়া একজন রয়েছে অসম ফরেস্ট গার্ডের নিরাপত্তাকর্মী৷ আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ মেঘালয়ে পুলিশে এর ভিত্তিতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ এই ঘটনার ভিত্তিতে একটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হচ্ছে৷’ মেঘালয়ের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷
advertisement
advertisement
আরও পড়ুন- কলকাতায় এক টুকরো কাতার, মেসি, নেইমার, রোনাল্ডোদের সঙ্গে পাটুলিতে গেলেই দেখা হয়ে যাবে !
ইতিমধ্যে ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷ অসম মেঘালয় সীমান্তে এই কাঠের গাড়িটিকে আটকেছিল অসম বনবিভাগ৷ মধ্যরাত তিনটের সময় ওই গাড়ি আটকে দেওয়া হয়৷ ঘটনার প্রভাব যাতে না পড়ে সেই কারণে এলাকায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে, সোশ্যাল মিডিয়াও বন্ধ করা হয়েছে৷
advertisement
ইতিমধ্যে ঘটনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 5:56 PM IST