Cholera Fever: করোনার দোসর কলেরা! দেশে হানায় মৃত ৫, এই রোগের কারণ-লক্ষণ-চিকিৎসা জানুন

Last Updated:

Cholera: এই পরিস্থিতিতে দেখে নেওয়া দরকার কলেরা জ্বর কী, কী ভাবে ছড়ায়, রোধ করা যায় কী ভাবে!

#মুম্বই: করোনার বাড়বাড়ন্তের সঙ্গেই নতুন করে চিন্তার মেঘ জমাচ্ছে কলেরা। জানা গিয়েছে গত কয়েক দিনে মহারাষ্ট্রের অমরাবতী জেলার তিনটি গ্রামে ছড়িয়ে পড়েছে কলেরা। ইতিমধ্যেই সংক্রমিত ৫ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃদ্ধ ও শিশু-সহ শতাধিক মানুষ সংক্রমণের শিকার। জানা গিয়েছে, ডংরি, কয়লারি, ঘানা এবং নয়া আকোলা গ্রামেই প্রায় ১৮১ জন রোগী জলবাহিত এই সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের দাবি, মেডিক্যাল টিম এলাকায় গিয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের দল ২৪ ঘণ্টা কাজ করছে। রোগীদের যথাযথ চিকিৎসা ব্যবস্থার করা হয়েছে। তাঁদের সকলকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই সব এলাকার জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ওই গ্রামগুলিতে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থাও করা হচ্ছে।
রোগ যাতে আরও ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে আগেভাগেই উদ্যোগী হয়েছে প্রশাসন। তাই সংক্রমিত গ্রামগুলির পাশের গ্রামগুলিতে সরকারি দল পৌঁছেছে। চলছে সচেতনতা বৃদ্ধির কাজ। স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরাও পরিস্থিতি পর্যালোচনা করতে জেলায় গিয়েছেন বলে জানানো হয়েছে।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে দেখে নেওয়া দরকার কলেরা জ্বর কী, কী ভাবে ছড়ায়, রোধ করা যায় কী ভাবে—
কলেরা (Cholera) কী?
কলেরা এক ধরণের ব্যাকটেরিয়া বাহিত রোগ। এই মারাত্মক সংক্রামক রোগটি সাধারণত ছড়িয়ে পড়ে দূষিত জলের মাধ্যমে। ওই জল পেটে গেলে কয়েক ঘণ্টার মধ্যেই মারাত্মক ডিহাইড্রেশন, ডায়েরিয়া, বমি এবং জ্বর হতে পারে। সঠিক চিকিৎসা না করা হলে কয়েক ঘণ্টার মধ্যে রোগীর অবস্থা সঙ্কটজনক থেকে অতিসঙ্কটজনক হতে পারে। হতে পারে মৃত্যুও।
advertisement
কলেরার লক্ষণগুলো কী কী?
কলেরা যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে তার নাম ‘ভাইব্রিও কলেরি’ (Vibrio Cholerae)। এর প্রভাবে মৃদু উপসর্গ যেমন দেখা দিতে পারে, তেমন মারাত্মক উপসর্গও দেখা দিতে পারে।–
ডায়েরিয়া: ডায়েরিয়া কলেরা জ্বরের সবচেয়ে মারাত্মক লক্ষণগুলির মধ্যে একটি। এতে শরীর থেকে প্রচুর পরিমাণে জলে বেরিয়ে যায়।
বমি: ডায়রিয়ার সঙ্গেই অনেক রোগীর মধ্যে বমির ভাবও দেখা যায়। অনেকে বমির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। রোগের প্রাথমিক পর্যায়ে এই বমি ভাব দেখা দেয়। এ ক্ষেত্রেও শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যেতে পারে।
advertisement
জ্বর এবং ক্লান্তি: উপরোক্ত লক্ষণগুলি ছাড়াও, কলেরা সংক্রমিত ব্যক্তির শরীরে উচ্চ তাপমাত্রায় জ্বর আসতে পারে। থাকতে পারে অপরিসীম ক্লান্তি। কলেরায় আক্রান্ত হলে সাধারণত শরীরে সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride) এবং পটাসিয়ামের (Potassium) মতো লবণের ঘাটতি দেখা দেয়। জলের সঙ্গেই তা বেরিয়ে যেতে পারে। তার ফলে অনেক সময় সংক্রমিতের পেশীতে টান ধরা বা ক্র্যাম্প (Cramps)-এর মতো সমস্যা হতে পারে।
advertisement
কী ভাবে কলেরা প্রতিরোধ করা যেতে পারে?
ভারতের মতো দেশে প্রায় প্রতি বছরই বর্ষাকালে হানাদারি চালায় কলেরা। জলবাহিত এই রোগের প্রাদুর্ভাব এ এমনই সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় যে দেশের গ্রামে গঞ্জে অহরহ ঘটে সংক্রমণ। তবে গত কয়েক দশকে দেশে কলেরায় মৃত্যুর হার অনেকটাই কমেছে বলে দাবি। অথচ, কিছু সাধারণ সতর্কতা অবলম্বন করলেই রুখে দেওয়া সম্ভব এই জলবাহিত অসুখটিকে।
advertisement
১. কোনও এলাকায় কলেরা সংক্রমণ ছড়িয়ে পড়লে সুস্থ ব্যক্তিদের অবশ্যই ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
২. জল পান করার সময় অত্যন্ত সচেতন থাকতে হবে। নিরাপদ পানীয় জলের উৎস থেকেই জল আনতে হবে। তার পরেও তা ফুটিয়ে এবং ঠান্ডা করে পান করতে হবে।
advertisement
৩. চা এবং কফির মতো গরম পানীয় পান করা উপকারী।
৪. কোনও ভাবেই অসিদ্ধ খাবার খাওয়া যাবে না। কাঁচা শাকসব্জি ও মাংস ভাল করে ধুয়ে, সুসিদ্ধ করে রান্না করতে হবে।
চিকিৎসা
কলেরা জ্বরের চিকিৎসার একমাত্র উপায় হলো শরীরে জল ও লবণের ভারসাম্য ফিরিয়ে আনা। সমস্যা তৈরি হলে বা সামান্য উপসর্গ দেখা দিলেই সচেতন থাকা দরকার। হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক (Antibiotics) প্রয়োগ করা হবে। সেই সঙ্গে দেওয়া হবে ওরাল (Oral) বা ইন্ট্রাভেনাস (Intravenous) হাইড্রেশন। শরীরে যথাযথ মাত্রায় জল ও লবণ পৌঁছলেই রোগী দ্রুত সেরে উঠতে পারবেন।
সতর্কতা
নিবন্ধে উল্লিখিত পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে দেওয়া। কোনও রকম উপসর্গ দেখা দিলেই পেশাদার চিকিৎসা পরামর্শ নেওয়া প্রয়োজন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cholera Fever: করোনার দোসর কলেরা! দেশে হানায় মৃত ৫, এই রোগের কারণ-লক্ষণ-চিকিৎসা জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement