নোট বাতিলের পর এখনও পর্যন্ত ৩১০০ কোটি কালো টাকা বাজেয়াপ্ত ! এর মধ্যে নতুন নোটের পরিমাণ কত ?

এরই মধ্যে সারা দেশজুড়ে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা কালো নোট উদ্ধার করেছে আয়কর দফতর ৷

  • Last Updated :
  • Share this:
    নোট বাতিলের পর এখনও পর্যন্ত কালোটাকার খোঁজে ৬৭৭টি অভিযান চালানো হয়েছে বলে আয়করদফতর সূত্রে খবর। এর জেরে ৩ হাজার ১০০ কোটি টাকার অঘোষিত আয় সামনে আসে। গত ১৯ ডিসেম্বর পর্যন্ত তল্লাশি চালিয়ে এই কালোটাকার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আয়কর দফতরের এক আধিকারিক।  এছাড়াও হাওয়ালা-সহ টাকা লেনদেনের ক্ষেত্রে একাধিক নোটিস জারি করে জানতে চেয়েছে আয়কর আধিকারিকরা।

    ৮৬ কোটি টাকা নতুন নোটের পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে সোনার গয়ণাও ৷

    First published:

    Tags: Black money, Black Money Detected, Income Tax Raid, Seized In New Notes