Goa Night Club Fire : গোয়ার অভিশপ্ত নাইট ক্লাবে জীবন্ত দগ্ধ বাংলার যুবক, ২৪ বছরেই ঝলসে গেল তরতাজা প্রাণ

Last Updated:

Goa Night Club Fire : গোয়ার নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল বাগডোগরার এক যুবকের! গতকাল গোয়ার একটি নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর।

আতঙ্কে বেসমেন্টের দিকে ছুটতে গিয়েই...! ২৫ জন মৃত, গোয়ার নাইটক্লাবের অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ্যে
আতঙ্কে বেসমেন্টের দিকে ছুটতে গিয়েই...! ২৫ জন মৃত, গোয়ার নাইটক্লাবের অগ্নিকাণ্ডের ভিডিও প্রকাশ্যে
বিশ্বজিৎ মিশ্র, বাগডোগরা: গোয়ার নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু হল বাগডোগরার এক যুবকের! গতকাল গোয়ার একটি নাইট ক্লাবে সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হয় বাগডোগরার ২৪ বছরের যুবক সুভাষ ছেত্রীর। ২ বছর আগে সেফের কাজে যোগ দিতে নাইট ক্লাবে গিয়েছিলেন সুভাষ।
গতকালের বিস্ফোরণের সময় সেখানেই কাজ করছিল সে। ঘটনায় মোট ২৫ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যেই রয়েছেন বাগডোগরার বানুরছাট এলাকার বাসিন্দা সুভাষ ছেত্রী। ঘটনার খবর পেয়ে ভেঙে পড়েছেন সুভাষের মা টঙ্কা মায়া ছেত্রী।
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
পরিবারের একমাত্র ভরসা ছিলেন সুভাষ। তার দিদি ঊর্মিলা ছেত্রী জানান, প্রথমে খবর দেখে জানতে পারেন ভাই গুরুতর আহত। পরে নিশ্চিত হওয়া যায়, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিনি। অপরদিকে নাইট ক্লাবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঊর্মিলা ছেত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
অভিযোগ ঘটনাস্থলে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ক্লাব কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতি রয়েছে বলেও দাবি করেন তিনি। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি করেছেন মৃতের পরিবার।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Goa Night Club Fire : গোয়ার অভিশপ্ত নাইট ক্লাবে জীবন্ত দগ্ধ বাংলার যুবক, ২৪ বছরেই ঝলসে গেল তরতাজা প্রাণ
Next Article
advertisement
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র IAS আধিকারিক
রাজ্যে আরও পাঁচ স্পেশাল অবজার্ভার, ৫ জেলার SIR কাজ পর্যবেক্ষণ করবেন পাঁচ সিনিয়র আধিকারিক
  • নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রেসিডেন্সি, মালদহ, জলপাইগুড়ি, বর্ধমান ও মেদিনীপুর ডিভিশনে এসআইআর কাজ পর্যবেক্ষণ করতে পাঁচজন সিনিয়র আইএএস অফিসার নিয়োগ করা হয়েছে. তারা দিল্লির কেন্দ্রীয় সরকারি দফতরে কর্মরত ছিলেন. এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা রাজ্যে কাজ করবেন.

VIEW MORE
advertisement
advertisement