Nadia News: রমরমিয়ে জুয়ার আসর, হঠাৎ পুলিশি হানা, হাতেনাতে গ্রেফতার ৫ জন
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
Nadia News: নদিয়ার তাহেরপুরের এই জুয়াকাণ্ডে ধৃতদের গ্রেফতার করে রবিবার রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ।
তাহেরপুর: জুয়ার আসরে হানা দিয়ে পাঁচ জন ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করল তাহেরপুর থানার পুলিশ। জানা যায় বেশ কিছুদিন ধরেই তাহেরপুর থানার অন্তর্গত বীরনগর গুমটিপাড়া আম বাগান এলাকায় জুয়া খেলার আসর চলছিল রমরমিয়ে। পুলিশের কাছে একাধিকবার অভিযোগ এসে জমা পড়েছিল ওই জুয়া খেলার আসরের বলেও জানা যায়। সুযোগ বুঝে পুলিশ অতর্কিতে এসে পড়ে ওই জুয়া খেলার আসরে। পুলিশ অতর্কিতে আসার ফলে হতভম্ব হয়ে যায় জুয়ারিরা। খেলার আসর ছেড়ে তারা পালাতে গেলেও ধরা পড়ে যায় পুলিশের হাতে।
জানা যায় জুয়ার আসরে হানা দিয়ে পাঁচজন জুয়াড়িকে গ্রেফতার করেছে গাংনাপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম অশোক মন্ডল বয়স ৪৫, বিপুল ঘোষ বয়স বয়স ৪৬, বিনয় রত্ন বয়স ৪০, জীবন চক্রবর্তী বয়স ৫০, অমিত কর্মকার বয়স ২৮।
আরও পড়ুন - Nadia News: বাংলাদেশ থেকে এসে লুকিয়ে আশ্রয় ২ ব্যক্তির, অবশেষে পুলিশের জালে অনুপ্রবেশকারীরা
advertisement
advertisement
ধৃত পাঁচজনের বাড়ি তাহেরপুর থানার অন্তর্গত এলাকাতেই। এছাড়াও জুয়ার আসর থেকে পুলিশ উদ্ধার করেছে বেশ কয়েক হাজার টাকা বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - Bank fraud: আপনার ফোনেও এসেছে এই লিঙ্ক? সাবধান, লাখ লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী সহ চল্লিশ জন
advertisement
নদিয়ার তাহেরপুরের এই জুয়াকাণ্ডে ধৃতদের গ্রেফতার করে রবিবার রানাঘাট আদালতে পাঠিয়েছে তাহেরপুর থানার পুলিশ। প্রসঙ্গত, দিনের পর দিন লাগাম ছাড়া অনুপাতে বৃদ্ধি পাচ্ছে জুয়া খেলার প্রবণতা। জেলার বিভিন্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ উঠে আসছে জুয়ার আসরের। জেলার একাধিক থানায় অভিযোগ আসছে জুয়া খেলার আসরে। তবে পুলিশ প্রশাসনও রয়েছে অতি তৎপর। জুয়ার আসরের খবর পেয়েই সেই আসনে গিয়ে হানা দিচ্ছে পুলিশ প্রশাসন। এবং হাতেনাতে পাকড়াও করছে জুয়ারীদের। এর ফলে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে জুয়া খেলার প্রবণতা।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 1:34 PM IST

