Nadia News: বাংলাদেশ থেকে এসে লুকিয়ে আশ্রয় ২ ব্যক্তির, অবশেষে পুলিশের জালে অনুপ্রবেশকারীরা

Last Updated:

Nadia News: নদিয়া জেলা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের সীমান্ত ভাগ করে নিয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে একাধিক অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বিভিন্ন সামগ্রী পাচারের অভিযোগ উঠে আসে অনেক সময়।

ধৃতদের তোলা হচ্ছে আদালতে 
ধৃতদের তোলা হচ্ছে আদালতে 
ধানতলা: দুই বাংলাদেশি সহ এক ভারতীয়কে গ্রেফতার করল ধানতলা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালান তাঁরা। শুক্রবার পুলিশের কাছে খবর আসে বাংলাদেশ থেকে অবৈধভাবে দুই ব্যক্তি এসে আশ্রয় নিয়েছেন সুজন মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে। সেই খবরের ভিত্তিতে অতর্কিতে ওই বাড়িতে হানা দেয় ধানতলা থানার পুলিশ।
বাংলাদেশের মাগুরাবাসী সাগর সর্দার এবং ফরিদপুরবাসী আব্দুল মোল্লা নামে দুই অনুপ্রবেশকারী ব্যক্তিকে গ্রেফতার করে ধানতলা থানার পুলিশ। এর পাশাপাশি তাদের আশ্রয় দেওয়ার অপরাধে অভিযুক্ত সুজন মণ্ডলকেও গ্রেফতার করা হয় বলে জানা যায়। সুজনের বাড়ি ধানতলা থানার অন্তর্গত মাঠ নারায়ণপুর এলাকায়।
advertisement
advertisement
ওই দুই বাংলাদেশি কবে এবং কী উদ্দেশ্যে ভারতবর্ষে প্রবেশ করে এবং কেনই বা সুজন ওই দুই বাংলাদেশিকে তার বাড়িতে আশ্রয় দেয়, তার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ। ধৃতদের শনিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। কেন ওই দুই বাংলাদেশি ভারতবর্ষে প্রবেশ করে এবং তারা কোনও রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিশ।
advertisement
উল্লেখ্য, নদিয়া জেলা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের সীমান্ত ভাগ করে নিয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে একাধিক অনুপ্রবেশকারী এবং অবৈধভাবে বিভিন্ন সামগ্রী পাচারের অভিযোগ উঠে আসে অনেক সময়। যদিও সীমান্তরক্ষা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে অনেকাংশেই সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অপরাধ মূলক কাজকর্ম দমন করা গিয়েছে।
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাংলাদেশ থেকে এসে লুকিয়ে আশ্রয় ২ ব্যক্তির, অবশেষে পুলিশের জালে অনুপ্রবেশকারীরা
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement