Nadia News: হঠাৎই পায়ে কিসের একটা কামড়! তারপরেই ঘটল কাণ্ড! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
Nadia News: প্রথমে শুরু হয় বমি, এরপর চোখ যেন ঝিমিয়ে আসে কিশোরীর। জানুন
নদিয়া: বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক ১৪ বছর বয়সী কিশোরীর। পরিবার জানতেই পারেনি ওই কিশোরীকে কামড় দিয়েছে বিষধর সাপ। প্রথমে শরীরে শুরু হয় বিভিন্ন ধরনের উপসর্গ। নিয়ে যাওয়া হয় হবিবপুর উপস্বাস্থ্য কেন্দ্রে, প্রথমে শুরু হয় বমি, এরপর চোখ যেন ঝিমিয়ে আসে কিশোরীর। কিশোরীর শরীরে একটি ইনজেকশন করে চিকিৎসকেরা, এরপর পরিবার কিশোরীকে নিয়ে যায় বাড়িতে।
বাড়িতেই আবারও অবনতি হলে তাকে রানাঘাট হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পরিবার। কিন্তু যানবাহনের যানজট থাকায় কিশোরীর রাস্তাতেই মৃত্যু হয়। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট এক নম্বর ব্লকের হবিবপুর উত্তরপাড়ায়।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী রান্নাঘরে যাচ্ছিল তখনই পায়ে যেন কি একটা কামড় দেয়। শুরু হয় যন্ত্রনা। পরিবার তড়িঘড়ি নিয়ে যায় স্থানীয় উপস্বাস্থ্য কেন্দ্রে, কিন্তু কিশোরীকে যে বিষধর সাপ কামড় দিয়েছে তা পরিবারের কাছে ছিল অজানা। চিকিৎসকেরাও আন্দাজ করতে পারেনি ওই কিশোরীকে দংশন করেছে বিষধর সাপ।
advertisement
আর যার কারণে অকালে চলে যেতে হল ১৪ বছর বয়সী এক কিশোরীকে। কিশোরীর মৃতদেহ সৎকার করা হয়, তবে এই ঘটনায় এলাকায় যেমন আতঙ্ক সৃষ্টি হয়েছে তেমনই নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে বিষধর সাপ ঘরের মধ্যে লুকিয়ে আছে কিনা তা দেখার জন্য ভিটে মাটি কোদাল দিয়ে খোঁড়া শুরু করে পরিবার, কারণ আতঙ্ক যে পিছু ছাড়ছে না।
advertisement
আরও পড়ুন: রান্না ঘরেই টাটকা থাকবে কাঁচালঙ্কা! প্রায় দু’মাস ধরে রেখে খাওয়া যাবে! জানতে হবে এই সহজ পদ্ধতি!
প্রসঙ্গত, সামনেই বর্ষাকাল। আর এই বর্ষাকালেএকাধিক সাপের আনাগোনা ঘটে লোকালয়ে। সেই কারণেই চিকিৎসক থেকে বন দফতর সকলেই পরামর্শ দিচ্ছেন বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে অন্ধকার স্থানে আলো জ্বালিয়ে চলাফেরা করতে। এবং যেকোনো সাপ দংশন করার সঙ্গে সঙ্গে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে।
advertisement
Mainak Debnath
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2023 7:56 PM IST









