Paush Amavasya 2025: ১৯ নাকি ২০ ডিসেম্বর পৌষ অমাবস্যার তিথি কবে পড়েছে? দেবীকে নিবেদন করুন এই বিশেষ সবজি, দূর হবে অর্থাভাব
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Paush Amavasya 2025: পৌষ অমাবস্যা ২০২৫ পড়েছে ১৯ ডিসেম্বর। জেনে নিন সঠিক তিথি, স্নান-দান করার শুভ মুহূর্ত, পিতৃ তর্পণের সময়সূচি এবং কেন পূর্বপুরুষের আশীর্বাদ লাভের জন্য এই দিনটি এত গুরুত্বপূর্ণ
advertisement
advertisement
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, পৌষকালী আরাধনা করা হলে জীবনে সুখ-শান্তির বন্যা বয়ে যায়, নেমে আসে সৌভাগ্য ও সাফল্য। হিন্দু ধর্মে, পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অমাবস্যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। পৌষ মাসে এই অমাবস্যা বিশেষভাবে শুভ এবং কল্যাণকর বলে বিশ্বাস করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পৌষ মাস সূর্যদেবের উপাসনার মাস—যা প্রাণশক্তি, স্বচ্ছতা ও নবজাগরণের প্রতীক। বিশ্বাস করা হয়, এই দিনে পূর্বপুরুষদের সঙ্গে আত্মিক সংযোগ দৃঢ় হয়, কর্মজট খুলতে সাহায্য করে এবং সুরক্ষার বলয় বৃদ্ধি করে। ধারণা রয়েছে, এই দিনে করা শ্রদ্ধা-তর্পণ পূর্বপুরুষদের শান্তি দেয় এবং পিত্র দোষ ও কালসর্স্প দোষ সংক্রান্ত বাধা কাটাতে সহায়ক হয়। দানপুণ্য করলে নেতিবাচক কর্মফলও হ্রাস পায়।











