Paush Amavasya 2025: ১৯ নাকি ২০ ডিসেম্বর পৌষ অমাবস্যার তিথি কবে পড়েছে? দেবীকে নিবেদন করুন এই বিশেষ সবজি, দূর হবে অর্থাভাব

Last Updated:
Paush Amavasya 2025: পৌষ অমাবস্যা ২০২৫ পড়েছে ১৯ ডিসেম্বর। জেনে নিন সঠিক তিথি, স্নান-দান করার শুভ মুহূর্ত, পিতৃ তর্পণের সময়সূচি এবং কেন পূর্বপুরুষের আশীর্বাদ লাভের জন্য এই দিনটি এত গুরুত্বপূর্ণ
1/8
প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে। গোটা বছরে মোট ১২টি অমাবস্যা পালিত হয়। এদিকে হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। যার মধ্যে পৌষ অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে।
প্রতি মাসে একটি করে অমাবস্যা থাকে। গোটা বছরে মোট ১২টি অমাবস্যা পালিত হয়। এদিকে হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয়। দেবীর আরাধনা সর্বজনবিদিত। যার মধ্যে পৌষ অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে।
advertisement
2/8
পৌষ মাসের তৃতীয় পক্ষের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। পৌষ মাসের অমাবস্যায় কালী পুজোকে, পৌষকালী পুজোও বলা হয়। অনেকে আবার বকুল অমাবস্যাও বলে। বাংলার বিভিন্ন অঞ্চলে পৌষকালী পুজোর বিপুল প্রচলন দেখা যায়। এই অমাবস্যার সঙ্গে জড়িত আছে নানা বহু পৌরণিক কাহিনি ও নানাবিধ আচার।
পৌষ মাসের তৃতীয় পক্ষের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। পৌষ মাসের অমাবস্যায় কালী পুজোকে, পৌষকালী পুজোও বলা হয়। অনেকে আবার বকুল অমাবস্যাও বলে। বাংলার বিভিন্ন অঞ্চলে পৌষকালী পুজোর বিপুল প্রচলন দেখা যায়। এই অমাবস্যার সঙ্গে জড়িত আছে নানা বহু পৌরণিক কাহিনি ও নানাবিধ আচার।
advertisement
3/8
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, পৌষকালী আরাধনা করা হলে জীবনে সুখ-শান্তির বন্যা বয়ে যায়, নেমে আসে সৌভাগ্য ও সাফল্য। হিন্দু ধর্মে, পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অমাবস্যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। পৌষ মাসে এই অমাবস্যা বিশেষভাবে শুভ এবং কল্যাণকর বলে বিশ্বাস করা হয়।
জ্যোতিষবীদ সুদীপ শাস্ত্রি জানাচ্ছেন, পৌষকালী আরাধনা করা হলে জীবনে সুখ-শান্তির বন্যা বয়ে যায়, নেমে আসে সৌভাগ্য ও সাফল্য। হিন্দু ধর্মে, পূর্বপুরুষদের প্রতি প্রার্থনা এবং শ্রদ্ধা নিবেদনের জন্য অমাবস্যা অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। পৌষ মাসে এই অমাবস্যা বিশেষভাবে শুভ এবং কল্যাণকর বলে বিশ্বাস করা হয়।
advertisement
4/8
এবছর পৌষ অমাবস্যা পড়েছে ১৯ ডিসেম্বর বা ৩ পৌষ। এদিন পৌষ কালীপুজোর দিন। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার (৩ পৌষ) শেষ রাত ৪/৪১/৫৩ ২০ ডিসেম্বর শনিবার (৪ পৌষ) থাকব অমাবস্যা তিথি।
এবছর পৌষ অমাবস্যা পড়েছে ১৯ ডিসেম্বর বা ৩ পৌষ। এদিন পৌষ কালীপুজোর দিন। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার (৩ পৌষ) শেষ রাত ৪/৪১/৫৩ ২০ ডিসেম্বর শনিবার (৪ পৌষ) থাকব অমাবস্যা তিথি।
advertisement
5/8
অনেকের কাছে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পিত্র দোষ ও পূর্বপুরুষের ঋণ (পিতৃ ঋণ) নিবারণের জন্য। জীবনে অজানা বাধা, স্থবিরতা বা অশান্তি দূর করার জন্যও এই তিথি অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়।
অনেকের কাছে এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ পিত্র দোষ ও পূর্বপুরুষের ঋণ (পিতৃ ঋণ) নিবারণের জন্য। জীবনে অজানা বাধা, স্থবিরতা বা অশান্তি দূর করার জন্যও এই তিথি অত্যন্ত ফলপ্রদ বলে মনে করা হয়।
advertisement
6/8
এই দিনে দেবী পৌষকালী পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন। সাধারণত মায়ের দক্ষিণাকালী রূপের অনুরূপ মূর্তি প্রতিষ্ঠা করে এই পুজো হয়।
এই দিনে দেবী পৌষকালী পৌষালী মমতাময়ী রূপে ধরা দেন। সাধারণত মায়ের দক্ষিণাকালী রূপের অনুরূপ মূর্তি প্রতিষ্ঠা করে এই পুজো হয়।
advertisement
7/8
মুলো নিবেদন: এই পুজোর অন্যতম উপকরণ হল মুলো। দেবীকে মুলো নিবেদন করা হয়, যা চৈত্র মাস পর্যন্ত ভক্তরা গ্রহণ করেন না বলে প্রচলিত আছে।
মুলো নিবেদন: এই পুজোর অন্যতম উপকরণ হল মুলো। দেবীকে মুলো নিবেদন করা হয়, যা চৈত্র মাস পর্যন্ত ভক্তরা গ্রহণ করেন না বলে প্রচলিত আছে।
advertisement
8/8
পৌষ মাস সূর্যদেবের উপাসনার মাস—যা প্রাণশক্তি, স্বচ্ছতা ও নবজাগরণের প্রতীক। বিশ্বাস করা হয়, এই দিনে পূর্বপুরুষদের সঙ্গে আত্মিক সংযোগ দৃঢ় হয়, কর্মজট খুলতে সাহায্য করে এবং সুরক্ষার বলয় বৃদ্ধি করে। ধারণা রয়েছে, এই দিনে করা শ্রদ্ধা-তর্পণ পূর্বপুরুষদের শান্তি দেয় এবং পিত্র দোষ ও কালসর্স্প দোষ সংক্রান্ত বাধা কাটাতে সহায়ক হয়। দানপুণ্য করলে নেতিবাচক কর্মফলও হ্রাস পায়।
পৌষ মাস সূর্যদেবের উপাসনার মাস—যা প্রাণশক্তি, স্বচ্ছতা ও নবজাগরণের প্রতীক। বিশ্বাস করা হয়, এই দিনে পূর্বপুরুষদের সঙ্গে আত্মিক সংযোগ দৃঢ় হয়, কর্মজট খুলতে সাহায্য করে এবং সুরক্ষার বলয় বৃদ্ধি করে। ধারণা রয়েছে, এই দিনে করা শ্রদ্ধা-তর্পণ পূর্বপুরুষদের শান্তি দেয় এবং পিত্র দোষ ও কালসর্স্প দোষ সংক্রান্ত বাধা কাটাতে সহায়ক হয়। দানপুণ্য করলে নেতিবাচক কর্মফলও হ্রাস পায়।
advertisement
advertisement
advertisement