Nadia News: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নামাই হল কাল কৃষ্ণনগরের যুবকের

Last Updated:

প্রাথমিকভাবে তাঁর বন্ধুরা উদ্ধার করার চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি নিখোঁজ কিশোরের বন্ধুদের

+
বন্ধুদের

বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল যুবক

#কৃষ্ণনগর: বন্ধুদের সঙ্গে স্নান করার জন্যে কিশোর গিয়েছিলেন নদীতে স্নান করতে। কিন্তু জানা ছিল না এই স্নানই কাল হয়ে দাঁড়াবে তার জীবনে। জানা যায়, তিন বন্ধু মিলে স্নান করতে নেমেছিল কৃষ্ণনগর রেল ব্রিজের নিচে জলঙ্গী নদীতে। হঠাৎই ওই যুবককে জলে তলিয়ে যেতে দেখেন অন্যান্য যুবকেরা। বাঁচানোর চেষ্টা করলেও হয়নি শেষ রক্ষা। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
সূত্রের খবর বন্ধুদের সঙ্গে জলঙ্গী নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় ওই কিশোর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক দুপুর দুটো নাগাদ। নিখোঁজ কিশোরের নাম আসিফ শেখ, বাড়ি কৃষ্ণনগর চাঁদ সড়ক পাড়া এলাকায়। জানা যায় এই দিন দুপুরে তিনজন বন্ধু মিলে কৃষ্ণনগরের রেল ব্রিজের নিচে জলঙ্গী নদীতে স্নান করতে নামে আসিফ। এরপর সাঁতার না জানার কারণে অসাবধানতাবশত জলে তলিয়ে যায় সে। যদিও প্রাথমিকভাবে তাঁর বন্ধুরা উদ্ধার করার চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি নিখোঁজ কিশোরের বন্ধুদের।
advertisement
আসিফ উচ্চ মাধ্যমিক পাস করেছিল বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। পাশাপাশি সম্পূর্ণ বিষয়টি জানিয়ে খবর দেওয়া হয় নিখোঁজ কিশোরের পরিবারকে। যদিও জানা যায় কোতোয়ালি থানার পুলিশ আসার পর বেশ কিছুক্ষণ নদীতে তল্লাশি চালানোর পর ওই যুবকের দেহ উদ্ধার করা হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত এর আগেও একাধিকবার বন্ধুদের সঙ্গেস্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার মত ঘটনা ঘটেছে। মদ্যপান করে স্নান করতে নামা এছাড়াও সাঁতার না জেনে স্নান করতে নামার ফলে অসাবধানতাবশত এই সমস্ত দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। এছাড়াও বিপজ্জনক নদী ও গঙ্গার পার গুলিতে পুলিশ ও প্রশাসনের দ্বারা বারবার স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে যাতে ওই স্থানের স্নান করতে কেউ না নামেন। এরপরেও এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটতে দেখা যায়। স্বাভাবিকভাবেই এদিনের এই ঘটনা জেরে শোকের ছায়া নেমে আসে মৃত কিশোরের পরিবারের মধ্যে।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নামাই হল কাল কৃষ্ণনগরের যুবকের
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement