Nadia News: বাড়ি ফিরে আর চিকিৎসা করা হল না! ট্রেনেই মৃত্যু ডেঙ্গি আক্রান্ত যুবকের

Last Updated:

অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার সময় ট্রেনেই মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের

নদিয়া: জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু ভাল করে চিকিৎসা করাবেন বলে বাড়ি ফিরছিলেন। তবে তা আর হল না! ট্রেনের মধ্যেই মৃত্যু হল ডেঙ্গিতে আক্রান্ত রাজা সরদারের।
নদিয়ার শান্তিপুরের হরিপুর সরদার পাড়ার যুবক রাজা সরদার কর্নাটকের যশবন্তপুর স্টেশনে রেলের ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন। দিন কয়েক আগে ভয়ানক জ্বরে আক্রান্ত হন। সরদারপাড়ার বন্ধু বাপন সরদারও রাজার সঙ্গে কর্নাটকে কাজ করতেন। তিনি জানান, গত ১৬ অগস্ট অসুস্থ রাজাকে বেঙ্গালুরুর স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করে জানান ডেঙ্গি হয়েছে। সেখানেই চিকিৎসার শুরু হয়। কিন্তু জ্বর না কমায় রাজাকে নিয়ে গত ১৮ তৎকালে ট্রেনের টিকিট কাটেন। এরপর শান্তিপুরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন বাপন। যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসে চড়ে বসেন তাঁরা। কিন্তু ট্রেনে এই গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজা সরদার। বিশাখাপত্তনমে ট্রেন থামার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই যুবক।
advertisement
advertisement
মৃত রাজার বাড়িতে বৃদ্ধ মা-বাবা, ভাই এবং ভাইয়ের বউ আছে। হঠাৎ ছেলেকে হারিয়ে দিশেহারা তাঁরা। এদিকে বন্ধু বাপন জানিয়েছেন বিশাখাপত্তনম স্টেশনে রেলকর্মী ও জিআরপির সাহায্যে রাজার ময়নাতদন্ত হয়। এরই মধ্যে বাপনের কাছ থেকে খবর পেয়ে বিশাখাপত্তনমে নামে গিয়ে হাজির হয় প্রয়াত রাজার পরিবারের সদস্যরা। সেখান থেকে দেহ নিয়ে এসে শান্তিপুর মহাশ্মশানে শেষকৃত্য হয়।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাড়ি ফিরে আর চিকিৎসা করা হল না! ট্রেনেই মৃত্যু ডেঙ্গি আক্রান্ত যুবকের
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement