Hooghly News: পাল্টানো হল না স্যালাইনের বোতল, মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী!

Last Updated:

হৃদরোগে আক্রান্ত সুকুমার মালিকের মৃত্যুর ঘটনায় হুগলির আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ

হুগলি: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়াল আরামবাগ মেডিকেল কলেজে। মৃত সুকুমার মালিকের (৫২) পরিবারের অভিযোগ, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দ্রুত হাসপাতলে নিয়ে আসা হয়। কিন্তু তারপর থেকে কোনরকম চিকিৎসা হয়নি। এমনকি স্যালাইন ফুরিয়ে যাওয়ার পরেও তা বদলে দেয়নি নার্সেরা। সেই কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি।
জানা গিয়েছে মৃত সুকুমার মালিকের বাড়ি পূর্ব বর্ধমানের মাধবদহি থানার ভুরকুন্ডা এলাকায়। রবিবার বাড়িতেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা রাত বারোটা নাগাদ তাঁকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে আসেন। মৃতের পরিবারের দাবি, প্রথমে এমারজেন্সিতে একটু চিকিৎসা হয়েছিল। এরপর সুকুমারবাবুকে ভর্তি করে নিয়ে ওয়ার্ডে দেওয়ার পর থেকে কোন‌ও চিকিৎসা হয়নি। পরিবারের লোকজন বারবার চিকিৎসা করার জন্য বললেও কেউ সেই কথায় কান দেয়নি। এমনকি স্যালাইন শেষ হয়ে যাওয়ার কথা কর্তব্যরত নার্সদের জানালেও তাঁরা গুরুত্ব দেননি বলে অভিযোগ। এরপর সোমবার সকালে ওই ব্যক্তি মারা যান। তারপরই হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
মৃত সুকুমার মালিকের ছেলে জানান, হাসপাতালের ডাক্তারবাবুদের বারবার ডাকলেও তাঁরা কেউ কথায় গুরুত্ব দেননি। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের উপর ব্যাপক ক্ষুব্ধ মৃতের পরিবার। হাসপাতাল চত্বরেই চিৎকার চেঁচামেচি করার পাশাপাশি তাঁরা কান্নায় ভেঙে পড়েন।
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পাল্টানো হল না স্যালাইনের বোতল, মৃত্যুর কোলে ঢলে পড়লেন রোগী!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement