Murshidabad News: প্রায় লক্ষাধিক টাকার আতশবাজী প্রদর্শনীতে মজল কান্দি

Last Updated:

মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কালীপুজো উপলক্ষে নদীর ঘাটে আতশবাজী প্রদর্শনী করা হল।কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর আতশবাজী প্রদর্শনী করা হয় ।

+
title=

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে কালীপুজো উপলক্ষে নদীর ঘাটে আতশবাজী প্রদর্শনী করা হল।কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর আতশবাজী প্রদর্শনী করা হয় ।যা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ ।প্রায় লক্ষাধিক টাকা মুল্যর গ্রীন কার্ড আতশবাজী প্রদর্শনী করা হল।
জানা গিয়েছে, রঙবেরঙের আতসবাজির ঝলকানি প্রত‍্যক্ষ‍ করতে সেখানে এসেছিলেন সাধারণ মানুষজন। প্রতি বছর কালী পুজো উপলক্ষে এই আতসবাজির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ বছরও তার কোনো ব‍্যাতিক্রম হয়নি। প্রায় কয়েক বছর ধরে চলে আসছে এই উৎসব। ফুলঝুরি, রাশিয়ান স্টার, ফুলতাল, মালা সহ একাধিক আতসবাজির প্রদর্শিত হয় সেখানে। গত দুই বছর করোনা পরিস্থিতির কারণে দুই বছর এই আতশবাজি প্রদর্শনী হয়নি। তবে এবছর করোনা বিধি না থাকায় মানুষের মধ‍্যে বাঁধ ভাঙা উচ্চাস ছিল চোখে পড়ার মতো।
advertisement
advertisement
স্হানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। এই আতসবাজির প্রদর্শনীতে কোনো শব্দ বাজি ব‍্যবহার করা হয়না। ফলে আট থেকে আশি সকলেই এই আতসবাজির প্রদর্শনী দেখতে আসেন।
advertisement
আরও পড়ুনঃ হলদিয়া-ফরাক্কা রাজ্য সড়কের সংস্কারের দাবিতে পথে নামলেন অধীর চৌধুরী
কালীপুজো উপলক্ষে কান্দি শহরের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে চলে উৎসব। আলোর উৎসবে মেতে ওঠেন আট থেকে আশি সব বয়সের মানুষ। থাকে নরণারায়ণ সেবা। কোভিড মহামারি পরিস্থিতির পর এবছর ভাতৃ দ্বিতীয়া হোক বা কালীপুজো বাঙালি যে উৎসব মুখর তা বলার অবকাশ রাখে না। তবে আতশবাজী প্রদর্শনী দেখে বেশ খুশি প্রকাশ করেছেন সাধারণ মানুষজন । তবে বায়ুদুষন রুখতে গ্রীন কার্ড আতশবাজী প্রদর্শনী করা হয়েছিল বলেই জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: প্রায় লক্ষাধিক টাকার আতশবাজী প্রদর্শনীতে মজল কান্দি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement