Murshidabad News: ভরতপুরের জজানে দোকান মালিকদের ওপর চড়াও ঘর মালিক! আহত ৫
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান গ্রামে রনক্ষেত্রের চেহারা নিল দুই পক্ষের মারামারির জেরে।
#মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত জজান গ্রামে রনক্ষেত্রের চেহারা নিল দুই পক্ষের মারামারির জেরে। ভাড়া বৃদ্ধি করতে হবে এই দাবিতে দোকান ঘর উচ্ছেদের নামে তুলকালাম কাণ্ডের অভিযোগ ভরতপুরের জজানে। লোকজন নিয়ে গিয়ে দোকান মালিকদের ওপর চড়া হওয়ার অভিযোগ ঘর মালিকের বিরুদ্ধে। গুরুতর আহত হলেন এক গ্রামীণ ব্যাংকের সি এস পি ম্যানেজারও। অভিযোগ মারধরের পর ঘর বন্দী করে রাখা হয় দোকান মালিকদের। এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে পরিস্থিতি বেসামাল হয়ে। দুপক্ষের মধ্যে শুরু হয় বাঁশ, লাঠি নিয়ে মারধর।
ঘটনার জেরে একপক্ষের পাঁচ জন গুরুতর আহত হয়ে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গিয়েছে । জানা গিয়েছে, এই ঘটনার জেরে আহত হয়েছেন ইসমাইল শেখ, নগর শেখ, গোলাম মোস্তফা, আবুল হোসেন, সুজন শেখ। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত বেনিয়াজ শেখ ও তার দলবল ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ প্রথমে টোটো ও পরে মোটর বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের! মৃত ১
গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে স্হানীয় বাসিন্দাদের অভিযোগ, শুধু মাত্র ঘর দখল কে ঘিরে ঘরের মালিক তার লোকজন নিয়ে এসে এই ভাবে দোকান ঘরের ব্যবসায়ীদের ওপর যেভাবে চড়াও হয়েছেন তা মোটেও কাম্য নয়। সুস্থ ও স্বাভাবিক ভাবেই সব কিছু মিমাংসা করা যেতে পারে। তবে দুই পক্ষের বাঁশ নিয়ে মারামারির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
October 28, 2022 1:45 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ভরতপুরের জজানে দোকান মালিকদের ওপর চড়াও ঘর মালিক! আহত ৫