Murshidabad News: প্রথমে টোটো ও পরে মোটর বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের! মৃত ১
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
টোটো, বাইক ও পিকাপ ভ্যানের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত ১জনের। জখম ৭ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার যশোহরি মোড়ে। কান্দি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বছর পঁয়ষট্টিটির প্রৌঢ়া হাসনা বানু বিবি বড়ঞা থানার ঝিকরহাটি বেলডাঙা গ্রামের বাসিন্দা।
#মুর্শিদাবাদঃ টোটো, বাইক ও পিকাপ ভ্যানের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত ১জনের। জখম ৭ জন। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার যশোহরি মোড়ে। কান্দি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বছর পঁয়ষট্টিটির প্রৌঢ়া হাসনা বানু বিবি বড়ঞা থানার ঝিকরহাটি বেলডাঙা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনায় আহতদের কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রৌঢ়াকে মৃত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে। আহতদের মধ্যে দু'জনের অবস্থা শঙ্কট জনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা।
জানা গিয়েছে, বুধবার কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে যশোহরি মোড়ে টোটো ও পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাঁধে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক ধাক্কা মারে দুর্ঘটনা গ্রস্ত পিকাপ ভ্যানের পিছনে। বাইকের চালক ও আরোহী গুরুতর জখম হয়। জখম হয় টোটোর চালক সহ যাত্রীরা। দুর্ঘটনায় বাইকের আরোহী হাসনা বানু বিবির মৃত্যু হয়েছে। স্হানীয় বাসিন্দারা জানান, কুলি থেকে একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে আসছিল কান্দির দিকে, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টোটো ধাক্কা মারে গাড়িটি, পরে মটর বাইকে ধাক্কা মারে।
advertisement
advertisement
যার ফলে একসঙ্গে পিকআপ ভ্যান, মটর বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার জেরেই মৃত্যু হয় প্রৌঢ়ার। কান্দি থানার পুলিশ মৃত প্রৌঢ়ার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটক করা হয়েছে দুর্ঘটনা গ্রস্ত বাইক, টোটো ও পিকাপভ্যান। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
advertisement
Koushik Adhikary
Location :
First Published :
October 26, 2022 4:36 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: প্রথমে টোটো ও পরে মোটর বাইকে ধাক্কা পিকআপ ভ্যানের! মৃত ১