Murshidabad News: ঘুষ নিচ্ছেন সরকারি পিপি! আদালতে পোস্টার দিলেন আইনজীবীরা
Last Updated:
কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবীর বিরুদ্ধে টাকা নিয়ে খুনের আসামী মুক্তি দেওয়ার অভিযোগ উঠতেই বিক্ষোভ।
#মুর্শিদাবাদ: দুর্নীতির অভিযোগ যেন পিছু ছাড়ছে না প্রশাসনিক কর্মচারীদের। শিক্ষা দফতর থেকে আইন বিভাগ, বেনিয়ম আর দুর্নীতিই দস্তুর হয়ে উঠেছে। কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবীর বিরুদ্ধে টাকা নিয়ে খুনের আসামী খালাস করার অভিযোগ উঠতেই বিক্ষোভে ফেটে পড়েছে জেলার কান্দি মহকুমা আদালতে বিচার চাইতে আসা সাধারণ মানুষ।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। এদিন কোর্ট খুলতেই দেখা যায় কোর্টে একাধিক পোষ্টার লাগানো রয়েছে। যেখানে লেখা আছে "টাকা নিয়ে মার্ডার কেসের আসামী খালাস করা হয়" আর সেই পোস্টার পড়ল কান্দি মহকুমা আদালত চত্বরে। জানা গিয়েছে, সম্প্রতি একটি অডিও টেপ ভাইরাল হয়। যেখানে শোনা যাচ্ছে,সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী টাকা নিয়ে খুনের আসামীকে মুক্তি দিয়েছেন। এই অডিও ও পোস্টার সামনে আসতেই কান্দি মহকুমা আদালতে উত্তেজনা ছড়ায়।
advertisement
advertisement
এই ঘটনার প্রতিবাদে এবার খোদ সরকারি আইনজীবীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয় কান্দিতে। সোমবার সকালে কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত বিচারপতির ঘরের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয় আদালতের আইনজীবীদের পক্ষ থেকে।
কান্দি মহকুমা আদালতের আইনজীবী রাজেশ ঠাকুর অভিযোগ করে বলেন, 'যারা দোষ করেছে অর্থাৎ ন্যায্য আসামী, অর্থের বিনিময়ে আদালতে তাদেরকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস করে দিচ্ছেন সরকারি আইনজীবী। এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। বর্তমানে একটি অডিও টেপ ভাইরাল হতেই তা প্রকাশ্যে আসে ও বিষয়টি আরও পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা এই চোর সরকারি আইনজীবীর অপসারণ দাবি করছি'।
advertisement
আরও পড়ুন Birbhum News: কৌশিকী অমাবস্যায় প্রত্যাশা অনুযায়ী ভিড় হল না তারাপীঠে, কারণ কী?
যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী। সুনীল চক্রবর্তী জানান, 'আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন । আমাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কালিমালিপ্ত করার জন্য এই ঘটনা ঘটানো হচ্ছে'। যদিও এই বিক্ষোভকে কেন্দ্র করে যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল আদালত চত্বরে।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
First Published :
August 29, 2022 4:49 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News: ঘুষ নিচ্ছেন সরকারি পিপি! আদালতে পোস্টার দিলেন আইনজীবীরা