Birbhum News: কৌশিকী অমাবস্যায় প্রত্যাশা অনুযায়ী ভিড় হল না তারাপীঠে, কারণ কী?
- Published by:Pooja Basu
Last Updated:
Tarapith temple| Kaushiki Amavasya 2022:বিধিনিষেধ কাটিয়ে এই বছর প্রথম থেকেই আশা করা হচ্ছিল পাঁচ থেকে আট লক্ষ পূর্ণার্থীদের সমাগমের।এই কৌশিকী অমাবস্যার উপর নির্ভর করেই তারাপীঠের ব্যবসায়ীরা বিপুল লাভের আশায় বসে থাকেন। কিন্তু তা না হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা আজ বিষন্ন।
#বীরভূম: গত দু'বছর পর চলতি বছর কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের তারাপীঠে অবাধ আগমণে ছাড় দেওয়া হয়। করোনা সংক্রমণের জন্য গত দু'বছর বিধি নিষেধ জারি ছিল। এই বিধিনিষেধ কাটিয়ে এই বছর প্রথম থেকেই আশা করা হচ্ছিল পাঁচ থেকে আট লক্ষ পূর্ণার্থীদের সমাগমের। এই প্রত্যাশা থেকে তারাপীঠ ও রামপুরহাট উন্নয়ন পর্ষদ এবং বীরভূম জেলা প্রশাসন ও তারাপীঠ মন্দির কমিটির সদস্যদের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু দু'দিন ধরে অমাবস্যা থাকলেও সেই ভিড়ই দেখা গেল না তারাপীঠে।
আরও পড়ুন Murshidabad News: সাঁতার না জানার মাসুল, ছোট ছোট ২ শিশুসহ ১ নাবালকের ভয়ঙ্কর মৃত্যু
তারাপীঠে প্রত্যাশা অনুযায়ী ভিড় না হওয়ার কারণে সেইভাবে লাভের মুখ দেখতে পেলেন না এলাকার ব্যবসায়ীরা। ফুল, মুন্ডা, প্যাড়া সহ অন্যান্য পূজোর সামগ্রী বিপুল পরিমাণে মজুত করলেও সেই সকল এখন দোকানে দোকানে পড়ে রয়েছে। এই কৌশিকী অমাবস্যার উপর নির্ভর করেই তারাপীঠের ব্যবসায়ীরা বিপুল লাভের আশায় বসে থাকেন। কিন্তু তা না হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তারা আজ বিষন্ন।
advertisement
তবে কেন এই বছর তারাপীঠে প্রত্যাশা অনুযায়ী ভিড় হল না? এই প্রসঙ্গে মন্দির কমিটির সদস্যদের একাংশ জানাচ্ছেন, অনেকের মধ্যেই সংশয় তৈরি হয় এত ভিড়ের মধ্যে যাওয়া নিয়ে। করোনা পরবর্তী সময়ে এই করোনাভীতি এখনও মানুষদের মন থেকে দূর হয়নি। আবার তাদের তরফ থেকে এটাও জানানো হয়েছে, এখন টিভির পর্দায় অথবা অন্যান্য সামাজিক মাধ্যমেও মায়ের দর্শন পাওয়া যাচ্ছে। তাই তারা বাড়িতে বসেই মায়ের দর্শন করে নিচ্ছেন। পাশাপাশি অনেকেই নিজেদের পরিচিত পুরোহিতদের পুজো দেওয়ার ব্যবস্থা করান।
advertisement
advertisement
আরও পড়ুন বিলাশবহুল বাড়ি সহ সম্পত্তির হিসাবে দিয়ে দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের নামে পোস্টার! চাঞ্চল্য
ব্যবসায়ীরা মনে করছেন, দু'বছর ধরে করোনা সংক্রমণ থাকার কারণে অনেকের হাতেই টাকা পয়সা সেই ভাবে নেই। এর পাশাপাশি সামনে রয়েছে দূর্গা পুজো৷ যে কারণে বড় অঙ্কের টাকার খরচের কথা মাথায় রেখে তারাপীঠে এসেও অনেকে জিনিসপত্র কেনেননি।
advertisement
Madhab Das
Location :
First Published :
August 29, 2022 12:21 PM IST